20/05/2024 : 12:20 AM
আমার বাংলাউত্তর বঙ্গ

সংখ‍্যালঘুদের ভোটব‍্যাঙ্ক হিসেবে ব‍্যবহার করছে তৃণমূল: শুভেন্দু অধিকারী

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ১৮ এপ্রিল ২০২১:


দূর্গা পূজার বিসর্জণ বন্ধ হবে আর মহরমের তাজিয়া যাবে’ এটা কোনো সংখ‍্যালঘু ভাই চাইনি!চায়নি কোনো মহরম কমিটির সেক্রেটারি।এটা মাননীয়া করছেন। মুখ‍্যমন্ত্রী এভাবে বাংলার সম্প্রীতি নিয়ে খেলেছেন। তোষনের রাজনীতি করে সংখ‍্যালঘুদের ভোটব‍্যাঙ্ক হিসেবে ব‍্যবহার করছে তৃণমূল।রবিবার মালদহের ৪৫-চাঁচল বিধানসভায় বিজেপি প্রার্থী দীপঙ্কর রামের সমর্থনে নির্বাচনী জনসভায় এসে এমনই মন্তব্য করলেন তৃণমূল ত‍্যাগী তথা বিজেপির জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী।

এদিন চাঁচলের পাঞ্চালী সংলগ্ন কলেজ মাঠে হেলিপ‍্যাডে নামেন শুভেন্দু।কনভয় এসে পৌঁছায় কলম বাগানে।সেখানে প্রকাশ‍্য জনসভায় পচিশ মিনিটের বক্তব‍্য রাখেন শুভেন্দু।বক্তব‍্যে চাঁচলের তৃণমূল ও জোট প্রার্থীকে তোপ দাগেন শুভেন্দু।কেউ পরিবারের নাম করে অস্বতিত্ব বাঁচাচ্ছে আবার কেউ মালদা থেকে উড়ে এসে আসছে।


এছাড়াও তৃণমূল তোষনের রাজনীতি করছে।এবং সংখ‍্যালঘু ভোট ব‍্যাঙ্ক নিয়ে রাজনীতি করছে বলে কটাক্ষের সূর চড়িয়েছেন শুভেন্দু।পঞ্চমদফা ভোট মিটতেই ১৪৮ টি আসন কৌটা হয়েগেছে বিজেপির।বিজেপির জয় হচ্ছে। সোনার বাংলা আমরাই গড়ব বলে দাবী করেছেন শুভন্দু।

নন্দীগ্রামে শুভেন্দু হারছে ।তাই পাগলের মতো নির্বাচনী জনসভায় বক্তব‍্য রাখছে শুভেন্দু।দু তারিখের পরে শুভেন্দুর রাজনীতি শেষ বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস।

Related posts

মেমারি সৎসঙ্গ মন্দির কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান

E Zero Point

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে পান্ডুয়ায় তৃণমূলের মহা মিছিল

E Zero Point

পূর্ব বর্ধমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী পুলিশ

E Zero Point

মতামত দিন