18/09/2023 : 11:16 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

হিন্দু মৃত যুবকের সৎকার কাজে এগিয়ে এলেন মুসলিম ছেলেরা

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ৫ মে ২০২১:


করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে এই সন্দেহে এক যুবকের মৃতদেহ প্রায় ১২ ঘন্টা বাড়িতেই পড়ে রইল। সৎকার কাজে এগিয়ে এলেন না পাড়া-প্রতিবেশী এমনকি পরিবারের আপন জনেরাও। শেষমেষ ওই হিন্দু মৃত যুবকের সৎকার কাজে এগিয়ে এলেন মুসলিম ছেলেরা। অমানবিকতার এই ছবি পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের বরকল এলাকার।

স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা মুকেশ বসাক। বয়স ২৫। গত দুই দিন আগে জ্বর হয় তার। জ্বর না কমায় এবং শ্বাসকষ্ট হাওয়ায় মঙ্গলবার রাত্রে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসছিলেন পরিবারের সদস্যরা। ঠিক সেই সময়ই মৃত্যু হয় ওই যুবকের।

অভিযোগ এরপরই করোনায় মৃত্যু হয়েছে ওই যুবকের এই আতঙ্ক গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। এরপর বাড়িতেই পড়ে থাকা ওই যুবকের নিথর দেহে হাত লাগাতে এগিয়ে আসেনি পরিবারের সদস্যরা থেকে পরিবারের আপনজনেরাও। প্রায় ১২ ঘন্টা পড়ে থাকে দেহ। শেষমেষ স্থানীয় মহিষবাথানি অঞ্চলের প্রধানের স্বামী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কয়েকজন মুসলিম ছেলে এসে বুধবার সকালে ওই যুবকের সৎকার কাজ করা হয়।

Related posts

মেমারিতে দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার এক

E Zero Point

মেমারির গর্ব প্রিয়াস্মিতাঃ দৃষ্টিহীন চোখে সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন

E Zero Point

ফুড কুপন না মেলায় মন্তেশ্বরে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ

E Zero Point

মতামত দিন