04/05/2024 : 11:29 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

রেকর্ড সংখ্যক আক্রান্ত ৪৪৮, করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল পূর্ব বর্ধমান

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২৪ এপ্রিল ২০২১:


জেলায় বিধানসভা ভোট সম্পূর্ণ হওয়ার পরই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে পূর্ব বর্ধমান জেলায়। স্বভাবতই মানুষের মনের করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল জেলাবাসী। একদিক হাসপাতালে হাসপাতালে করোনার টীকা না থাকার নোটিস তো কোথাও রাত্রি থেকে টীকার জন্য নাম লেখানোর লাইন।

পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,শনিবার  বৈকাল ৫টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় আজ নতুন করে ৪৪৮ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে,  এবং আজও ১ জনের মৃত্যু হয়েছে।

এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৫৭৪৮ জন।  শনিবার পর্যন্ত জেলায় মোট ১৮৭ জনের মৃত্যু হয়েছে। ১২৬১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে অ্যাকটিভ করোনা রুগী ২৯৪৫ জন।

জেলার বিভিন্ন ব্লক ও পৌরসভা এলকায় করোনা আক্রান্তের সংখ্যা:

আউসগ্রাম১ – ৭, আউসগ্রাম২ – ১০, বর্ধমান পৌরসভা – ১৭০, ভাতার -১২, বর্ধমান১- ১৫, বর্ধমান২- ১৩, দাঁইহাট পৌরসভা- ৭, গলসী১ – ৩০, গলসী২ -৩, গুসকরা পৌরসভা –  ০, জামালপুর – ২১, কালনা পৌরসভা – ১, কালনা১ – ৮, কালনা২ – ৩, কেতুগ্রাম১ – ০, কেতুগ্রাম২ -০, কাটোয়া পৌরসভা – ১১, কাটোয়া১ – ১৯, কাটোয়া২ – ১০, খন্ডোঘোষ – ৬, মেমারি১ -১, মেমারি২ – ৭, মেমারি পৌরসভা – ১৪, মন্তেশ্বর-০, মঙ্গলকোট – ৮, পূর্বস্থলী১ – ৩, পূর্বস্থলী২ – ৬, রায়না১ – ৮, রায়না২ – ৭, অন‍্যান‍্য জেলা – ১৮ জন আক্রান্ত হয়েছেন।

পূর্ব বর্ধমান জেলা তথ‍্য ও সাংস্কৃতিক দপ্তর থেকে প্রাপ্ত তথ্য।

 

 

Related posts

দেখে নিন কোন ছটি শহর থেকে কলকাতায় আসবে না বিমান, সাময়িক নিষেধাজ্ঞা জারি

E Zero Point

মঙ্গলকোটে তৃণমূল শিক্ষক সমিতির পাড়ায় পাড়ায় পঠন পাঠন

E Zero Point

কালানাতে মহুলি বস্তিবাসীদের পাশে দাঁড়ালো মহিলা, যুব এবং বিজ্ঞান কর্মীরা

E Zero Point

মতামত দিন