04/05/2024 : 4:54 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

অসহায় পথবাসীরা কি করোনার ভ্যাকসিন থেকে বঞ্চিত হবেন?

জিরো পয়েন্ট নিউজ রীতা ভট্টাচাৰ্য, কালনা, ২৬ এপ্রিল ২০২১:


সারাবিশ্ব তথা ভারতে করোনা ভাইরাসের মতো অশুভশক্তির ছায়া বিভীষিকার মতন গ্রাস করে ফেলেছে মানব সমাজকে। প্রতিদিন অধিকাংশ মানুষ করোনা ভাইরাসের মতন মহামারীর কোপে পরে প্রাণ হারাচ্ছে। করোনা ভাইরাস মৃত্যুকে যেনো সর্বদা হাতছানি দিয়ে ডাকছে।

এই অশুভশক্তির গ্রাস থেকে ধনী, দরিদ্র, ভবোঘুরে, পথের ভিক্ষুক কেউ বাদ যাচ্ছে না। কেন্দ্র সরকার, রাজ্যসরকার বার বার করে মাস্ক, স্যানিটাইজার, ভ্যাকসিন নিতে বলছে, মানুষ কে নানা ভাবে সচেতন করছে, এই সব সচেতন মূলক বার্তা কিন্তু এই অসহায় মানুষ গুলির কাছে এসে পৌঁছাছেনা।

অসহায় মানুষ গুলির সামর্থ নেই তাঁরা মাস্ক, স্যানিটাইজার কিনে ব্যাবহার করে। এমন অনেক পথের ভিক্ষুক আছে, যাদের পরিবারে কেউ নেই। অসুস্থ, হাসপাতালে গিয়ে লাইনে দাঁড়িয়ে করোনা টিকা নেবার মতো শরীর সায় দেয় না।

এই সকল মানুষের জন্য সরকার এবং এনজিও গুলির কাছে অনুরোধ তাঁদের যেনো মাস্ক, স্যানিটাইজার ও ভ্যাকসিন্ তাঁদের কাছে এসে দিয়ে যায়। শিক্ষক ও সমাজ সেবী সুমন্ত ব্যানার্জী বলেন যদি সরকার এই অসহায় মানুষ গুলির কাছে গিয়ে ভ্যাকসিনের ব্যবস্থা করে তা সমাজের পক্ষে বিশেষ উপকার হয়।

Related posts

মেমারিতে টোটো চালকদের কাছে তোলাবাজি!!! প্রতিবাদে বিক্ষোভ মিছিল

E Zero Point

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সাইক্লোথন

E Zero Point

ঘুমের মধ্যে সাপের কামড়ে মৃত্যু মেমারিতে

E Zero Point

মতামত দিন