01/05/2024 : 7:16 PM
আমার বাংলা

অসহায় মানুষদের কার্ড দিয়ে নিমন্ত্রণ করে অন্নসেবা

জিরো পয়েন্ট নিউজ২৮ জুন ২০২১:


করোনা আবহে সাধারণ মানুষ যখন জীবিকা হারিয়ে কর্মহীন,তখন মানবতার সেবায় এগিয়ে দেখা দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠন গুলিকে। কিন্তু আশ্রাফাবাদ দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে ধরা পড়ল এক মানবতার ছবি। সেখানে কার্ড দিয়ে আমন্ত্রণ করে অনুষ্ঠানের মোড়কে জীবিকা চলে চলে যাওয়া মানুষদের বসিয়ে পেট ভরে খাওয়ানো কর্মসূচি গ্রহণ করা হল।

খাওয়ার মেনুতে ছিল ভাত,ডাল,চিপস,চিকেন কষা,পাপড়,চাটনি,মিস্টি।এই অনুষ্ঠান চলাকালীন সময়ে যাদের কার্ড দেওয়া হয়নি সেই রকম অসহায় মানুষদের ও খাবার দেওয়া হয়। অভুক্ত কেউকে রাখা হয়নি।এই অনুষ্ঠানের স্বপ্নের খোঁজে ও নবদিগন্ত ট্রাস্ট এর উদ্যোগে অশোক নগর প্রেস ক্লাবের মাধ্যমে বৈশাখী উৎসব কমিটির সহযোগিতায় এই অনুষ্ঠানটি করা হয়।

তবে উদ্যোক্তারা বলেন সমাজের জন্য আমরা একে অপরের পরিপূরক হিসাবে কাজ করতে চাই। আগামী দিনে আরো বড় কর্মসূচি গ্রহণ করতে চাই।আমাদের সকলের একটাই লক্ষ্য মানুষের,সমাজের কাজ করা।

Related posts

কিছুটা কমলো দৈনিক সংক্রমন বর্ধমানে, আজ ৩৪২

E Zero Point

লক্ষী পুজোর আগে ফলের বাজার আকাশ ছোঁয়া কান্দিতে

E Zero Point

দাবি আদায়ে রাস্তায় ধানের চারা রোপন কাটোয়াতে

E Zero Point

মতামত দিন