02/05/2024 : 5:15 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানরায়না

রায়না বিধানসভার প্লাবিত এলাকা পরিদর্শনে বিধায়িকা শম্পা ধারা

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান, ৩০ জুলাই ২০২১:


বিগত গত কয়েকদিন ধরে পূর্ব বর্ধমানে টানা বৃষ্টিপাত তার উপরে আবার ডিভিসির জল ছেড়েছে। জোড়া বিপর্যয়ে বিপর্যস্ত সাধারণ মানুষ। বৃষ্টির জল এবং ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। এবার রায়না বিধানসভার প্লাবিত এলাকা পরিদর্শনে এলেন পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি তথা রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা।

তিনি জানান, মানুষকে বিপদমুক্ত রাখার জন্য ডিভিসির একটা ক্যানেল খুলে দেওয়া হয়েছে। এছাড়াও রায়না দুই নম্বর ব্লকের বড়োবৈনানেও কিছু এলাকা জলের তলায়। সেখানেও যাবেন বিধায়িকা।

রায়না এক নম্বর ব্লকের হিজলনা, মুগুরা অঞ্চলেও বেশ কিছু বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে। সেখানেও পরিদর্শনে যাবেন বিধায়ীকা সম্পা ধারা। জলে যন্ত্রণায় ভুক্তভোগী মানুষগুলার জন্য ত্রিপল এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন তিনি। আপাতত বর্তমান পরিস্থিতি মোকাবিলা করে পরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

Related posts

ডি.ওয়াই.এফ.আই-এর পক্ষ থেকে বর্ধমান শহরের ২২ নং ওয়ার্ডে স্যানিটাইজেসন

E Zero Point

৭৫ দিনের মাথায় অনশন তুলে নিলেন অস্থায়ী শিক্ষাকর্মীরা

E Zero Point

ডাকাতির উদ্দেশ্য জড়ো হাওয়ায় এক দুষ্কৃতীকে গ্রেফতার

E Zero Point

মতামত দিন