05/05/2024 : 9:24 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপশ্চিম মেদিনীপুর

বছরের পর বছর ঘাটালে ভয়াবহ বন্যার জন্য তৃণমূলই দায়ীঃ দিলীপ ঘোষ

জিরো পয়েন্ট নিউজ – কল্যান মন্ডল, পশ্চিম মেদিনীপুর, ৭ অগাষ্ট ২০২১:


শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বন্যা পরিদর্শনে যান বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস,ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট সহ নেতৃত্বদের সাথে নিয়ে প্রথমে ঘাটালের ২ নং চাতালে পৌঁছান,সেখান থেকে নৌকায় ত্রাণ সামগ্রী নিয়ে ঘাটাল ব্লকের অজবনগর গ্রামে যান,নৌকা থেকে দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন।এছাড়াও সেখানে থেকে নৌকায় চলে যান ঘাটাল পৌরসভার ১ নং ওয়ার্ড শুকচন্দ্রপুরে,সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ত্রাণ তুলে দেন দুর্গতদের।

এরপর পুনরায় ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়কের ২ নং চাতালে ফিরে ঘাটাল ছাড়েন।এদিন ঘাটাল মাস্টার প্ল্যান, বছরের পর বছর ঘাটালে ভয়াবহ বন্যার জন্য তৃণমূলকেই দায়ী করেন।এদিন ঘাটাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে ঘাটালের বন্যা সমস্যা মিটবে এবং ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে কয়েকদিন আগেই ঘাটালে বন্যা পরিদর্শনে গিয়ে তৃণমূল সাংসদ দেবের করা এই মন্তব্যরও কটাক্ষ করেন।এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বন্যা পরিদর্শনে গিয়ে ত্রাণ নেওয়াকে ঘিরে দুর্গতদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

Related posts

নিকিতা তোমারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ মালদায়

E Zero Point

মালদা বিধানসভা কেন্দ্রে আবারো ভাঙ্গন বিজেপিতে

E Zero Point

কাতারে আন্তর্জাতিক উৎসবে মালদার আম

E Zero Point

মতামত দিন