08/05/2024 : 12:51 AM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ দেশপ্রেমিক ক্ষুদিরাম


দিলীপ সাঁতরা


অমর শহীদ তুমি বীর বিপ্লবী ক্ষুদিরাম
স্বাধীনতা আন্দোলনের তুমি যে অন্যতম নাম।

ফাঁসির মঞ্চে দেশের জন্য দিয়েছ নিজের প্রাণ
মৃত্যুকে বরণ করেছ খোয়াও নি দেশের সম্মান।

স্মরণীয় হয়ে আছে আমাদের কাছে আগস্ট মাস
স্বাধীনতার মাসে তোমার আত্মবলিদান দিবস।

ফাঁসির রজ্জুকে তুমি পাওনি কোনোদিন মোটেই ভয়
গান গাইতে গাইতে মৃত্যুকে তাইত করেছ জয়।

এগারোই আগস্ট প্রতিবছর তোমায় মনে রাখব
ফুল দেব ধূপ দেব তোমার স্মৃতি চারণ করব।

ফাঁসির মঞ্চে গেয়ে গেছে যারা মৃত্যুর জয়গান
দেশপ্রেমিকদের কাছে ক্ষদিরাম তুমি অমৃত সমান।

দেশপ্রেমিক ক্ষুদিরাম তুমি তো ছাত্রদলের প্রেরণা
এদেশের বুকে তাই ছাত্ররাই আনবে বিপ্লব চেতনা।♦




দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন

৬) অবশ্যই লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Related posts

দৈনিক কবিতাঃ রাখালের বড়ো প্রয়োজন

E Zero Point

দৈনিক কবিতাঃ মধ্যবিত্ত

E Zero Point

শিয়ালদহে অনুষ্ঠিত হলো পঞ্চবান মহাসম্মেলন

E Zero Point

মতামত দিন