04/05/2024 : 12:13 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানরায়না

৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে নাকা চেকিং রায়নায়

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, রায়না, ১৪ অগাষ্ট ২০২১:


১৫ ই আগস্ট ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে নাকা চেকিং শুরু হলো পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না থানার সেহারা ফাঁড়ির পুলিশ কর্মীদের পক্ষ থেকে। সাধারণ মানুষকে আরও বেশি করে নিরাপত্তা দিতে জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে সেহারা ফাঁড়ির পুলিশ কর্মীদের পক্ষ থেকে নাকা চেকিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেকটি চারচাকা কিংবা দু চাকা যানবাহন তল্লাশি নিয়ে তবেই গন্তব্যে পৌঁছানোর ছাড়পত্র দিচ্ছেন পুলিশকর্মীরা।

হেলমেট ছাড়া যেসব ব্যক্তিরা বাইক চালাচ্ছেন তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগে পেট্রোলপাম্পে হেলমেট ছাড়া পেট্রোল দেওয়া হতো না কোন বাইক আরোহী কে, এই ব্যবস্থা যেন আগামী দিনেও জারি থাকে সেটাই চাইছেন এলাকাবাসী।আগামীকাল স্বাধীনতা দিবস তাই কোথাও যেন কোনভাবে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে তার জন্য কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশকর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

Related posts

অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় আক্রান্ত স্ত্রী

E Zero Point

হাইকোর্টের নির্দেশে নিয়োগ বাতিল মেমারির ইতিহাস শিক্ষকেরঃ তালিকায় শেষের দিকে নাম থাকার পরও ২ বছর শিক্ষকতা জামালপুরের স্কুলে

E Zero Point

মানসিক অবসাদে আত্মঘাতী ভাতারের গৃহবধূ

E Zero Point

মতামত দিন