04/05/2024 : 9:56 PM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ এমনি করেই

শম্পা গাঙ্গুলী ঘোষ


এমনি করেই রোজ সকালে
“সুপ্রভাতের” সমুদ্র হোক
ঘুমের চোখে মেসেজ পড়া
নাই বা থামুক
এমনি করেই “দিদি” ডাকের
ভরাট আওয়াজ
ভরিয়ে রাখুক একলা “কুহূ”র
সকাল ও সাঁঝ।
এমনি করেই উৎসবের এই
আসাযাওয়া
বাড়িয়ে দিয়ে ইচ্ছেগুলো
উধাও হওয়া
এমনি করেই কবে কখন
ইচ্ছে পূরণ….
সময় করে হাত বাড়াবে
রাখীর বাঁধন।

এমনি করেই এক সকালে
ভাই বোনেতে
চলব মোরা হাতটি ধরে
আনন্দেতে
কোন সে রবি উঠবে সেদিন
তাপির পারে
পলাশ ফুল আর কুহুর কুজন
প্রাণের পরে?
এমনি করেই হঠাৎ করে
ভোরের আকাশ
উঠবে ভরে গানের সুরে
আগুন পলাশ।
ইচ্ছে গুলো লুকিয়ে কাঁদে
মনের ভীড়ে
আর কতকাল প্রতীক্ষারা
থাকবে দূরে! ♥

জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন
৬) অবশ্যই লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন
শুভেচ্ছান্তে-
আনোয়ার আলি
সম্পাদক, জিরো পয়েন্ট
কথা- ৯৩৭৫৪৩৫৮২৪
www.ezeropoint.net

Related posts

দৈনিক কবিতাঃ অয়নের আত্মকথা

E Zero Point

দৈনিক কবিতাঃ আজব দেশ

E Zero Point

দৈনিক কবিতাঃ রোদ্দুর

E Zero Point

মতামত দিন