05/05/2024 : 12:02 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

সিপিআইএমের উপপ্রধানের তৃণমূলে যোগদান

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ২৬ অগাষ্ট ২০২১:


রাজ্য সরকারের উন্নয়নের জোয়ার দেখেই সিপিএমের সাটটারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ওই এলাকার দৌদণ্ড প্রতাপ সিপিএম নেতা মোকবেল মিঞা সহ প্রায় এক হাজার দলীয় কর্মী সমর্থকেরা তৃণমূলে যোগদান করলেন। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের কালিতলা এলাকার দলীয় কার্যালয় সিপিএম ছেড়ে আসা ওই প্রাক্তন প্রধান সহ দলীয় কর্মী, সমর্থকদের হাতে তৃণমূলের ঝাণ্ডা তুলে দেন প্রাক্তন মন্ত্রী তথা দলের রাজ্যের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী।

এদিনের এই যোগদান কর্মসূচিতে তৃণমূলের মালদা শহর কমেটির সভাপতি প্রসেনজিৎ দাস,  ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্যসহ বেশকিছু দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন।

এদিন কালিতলা পার্টি অফিসের সিপিএমের সাটটারী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান মোকবেল মিঞার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী । তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নে অনুপ্রাণিত হয়ে আজকে সিপিএম ছেড়ে আসা সাটটারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সহ প্রায় এক হাজার সিপিএম কর্মী-সমর্থকেরা তৃণমূলে যোগদান করেছেন । তাদেরকে আমরা সম্মানের সহিত দলে স্বাগত জানিয়েছে।

এদিন তৃণমূলে যোগ দিয়ে প্রাক্তন উপপ্রধান মোকবেল মিঞা বলেন, তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর উন্নয়নের জোয়ার শুরু হয়েছে। তাতেই আমরা সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছি। এতদিন সিপিএম দলে থেকেও মর্যাদাটুকু পাই নি। তৃণমূলের থেকে দলের একজন সৈনিক হিসেবে মানুষের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন  ওই নেতা। তার সাথে এদিন প্রায় এক হাজার সিপিএম কর্মী-সমর্থকেরা তৃণমূলে যোগদান করেন।

Related posts

নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

E Zero Point

তোলা আদায়ের অভিযোগে মেমারিতে গ্রেপ্তার দুই সিভিক ভলেন্টিয়ার

E Zero Point

পুলিশি অভিযানে টোটো ও মোটর ভ্যান আটক মেমারিতে

E Zero Point

মতামত দিন