04/05/2024 : 5:32 AM
আমার দেশআমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতাঃ ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিলেন ভারত তথা মেমারির গর্ব দিগন্তিকা বোস

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ৩০ নভেম্বর ২০২১:


বিশ্বের ১৭ টি ইউনিভার্সিটির প্রতিপক্ষকে উড়িয়ে আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিলেন ভারত তথা মেমারির গর্ব দিগন্তিকা বোস।

আরও পড়ুন – দিগন্তিকা বোস প্রথম আন্তর্জাতিক প্রতিনিধি সপ্তম শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০, বাংলাদেশ

ইন্টারন্যাশনাল ইনভেশন, ইনভেনশন কম্পিটিশন 2021 (I³C) 21-22শে নভেম্বর 2021, কুয়ালালামপুর- মালয়েশিয়া উদ্ভাবন, উদ্ভাবন এবং সৃজনশীল সমিতি – MIICA (Malaysia Innovation, Invention and Creativity Association ) ও মালয়েশিয়া প্রথম আয়োজক দেশ হিসেবে আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতা (I³C) 2021 এর আয়োজন করেছিল।


ইন্দোনেশিয়ায়, ম্যাসিডোনিয়া পোল্যাণ্ড, ইরান , তুরস্ক, মেক্সিকো ব্রাজিল, ফিলিপাইন,প্যারাগুয়ে, মালয়েশিয়া,ভারত সহ ১৭ টি দেশের ৫০০ বেশি উদ্ভাবক অংশগ্রহণ করে। প্রতিযোগিতা ২০ থেকে ২১ শে নভেম্বর ২০২১ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়৷

আরও পড়ুন – করোনা ভাইরাস সংক্রমণ রোধে বঙ্গ কন্যা দিগন্তিকার বিশেষ মাস্ক আবিষ্কার | গবেষণায় দিগন্ত এনে দেবে বলে আশাবাদী বিজ্ঞানী মহল

প্রতিযোগিতায় পরিবেশ বিজ্ঞান, জীবন বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও পদার্থবিজ্ঞান ইত্যাদি বিভিন্ন শাখা ও সেকেন্ডারি,সিনিয়র সেকেন্ডারি, বিশ্ববিদ্যালয় এই তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন – করোনা সচেতনতায় মেমারির ক্ষুদে বিজ্ঞানী দিগন্তিকা | অ্যালকোহল যুক্ত হ্যান্ড সানিটাইজারের থেকে সাবান বেশি কার্যকরী

দিগন্তিকা বোস বর্তমানে কে আর কলেজ অফ নার্সিং- ব্যাঙ্গালোর এর বিএসসি নার্সিং এর ছাত্রী। – ইউনিভার্সিটি বিভাগে ব্রোঞ্জ পদক এনে দিল ভারতকে। গত ২৮ শে নভেম্বর সমাপ্তি অনুষ্ঠানে পদক জয়ী দের নামের তালিকা প্রকাশ করা হয়।
দিগন্তিকার এই আন্তর্জাতিক পদক জয়ে তার বর্তমান কলেজ সহ পরিচিত মহলে খুশীর হাওয়া।


Related posts

নব্য তৃণমূল নেতৃত্বকে সংবর্ধনা মেমারিতে

E Zero Point

মেমারিতে বাস ও ৪০৭ গাড়ির ধাক্কায়, নিহত বাস চালক

E Zero Point

সস্তা চীনা পণ্যের রহস্য এবং ভারতের স্বদেশী শিল্পের বিপর্যয়  

E Zero Point

মতামত দিন