26/04/2024 : 12:48 PM
আমার বাংলাখণ্ডঘোষদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

দুয়ারে দুয়ারে সরকার’ দ্বিতীয় রাউন্ডের শিবির খণ্ডঘোষে

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ আশীষ দত্ত, বর্ধমান, ২৫ ডিসেম্বর ২০২০:


সামাজিক প্রকল্পের সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিতে চলতি মাসে শুরু হয়েছে ‘দুয়ারে দুয়ারে সরকার’ যোজনার শিবির। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা এখনো যারা পায়নি বা আবেদন করেনি তাদের অন্তর্ভুক্ত করার জন্যই এই পদক্ষেপ। মূলত দশটি প্রকল্পকে এই যোজনার আওতায় রাখা হয়েছে। চারটি রাউন্ডে এই যোজনা চলবে বলে বিজ্ঞপ্তি জারি হয় সরকারের তরফে। প্রথম রাউন্ড শুরু হয় ১ ডিসেম্বর থেকে এবং শেষ হয় ১১ ই ডিসেম্বর। দ্বিতীয় রাউন্ড শুরু হয় ১৫ ই ডিসেম্বর থেকে এবং শেষ হয় ২৪ ডিসেম্বর। ২৪ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের দুয়ারে দুয়ারে সরকার যোজনার শিবির করা হয় পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের তোড়কোনা পিতাম্বর্পুর হাইস্কুলের মাঠে ।

উক্ত শিবিরে উপস্থিত ছিলেন, সহকারী বিডিও, খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্যামল কুমার দত্ত, অঞ্চল প্রধান আগমনী চক্রবর্তী(দলুই ) উপপ্রধান শাজাহান মন্ডল সহ অন্যান্য কার্যকরতা-রা । এদিনের শিবির থেকে বেশ কয়েকজনকে জাতিগত শংসাপত্র তুলে দেওয়া হয়, শংসাপত্র গুলো তুলে দেন ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্যামল কুমার দত্ত।

Related posts

বিশিষ্ট সমাজসেবী স্বদেশ রায়ের স্মরণ সভা সেহারাবাজারে

E Zero Point

রেশন আর ভাষণ নয়, কাজ চাই

E Zero Point

পূর্বস্থলীর মৃৎশিল্পীরা চরম বিপাকে

E Zero Point

মতামত দিন