27/03/2024 : 10:04 PM
জীবন শৈলীধর্ম -আধ্যাত্মিকতা

তুলসি পূজন দিবস… হারিয়ে যাওয়া সংস্কৃতি


দেবাশীষ ঘটক, মেমারি, চিন্তাবিদ

ভারতবর্ষ এমন এক মহান দেশ যেখানে পুরো প্রকৃতিকে ঈশ্বরীয় সত্বার দৃষ্টভঙ্গীতে দেখা হয়। এ পুণ্যভূমির প্রতিটি কঙ্করে ভগবান শঙ্কর ও প্রতিটি নদীই মাগঙ্গা, ওএমনকি প্রতিটি প্রানিতেই ভগবান নারায়নের বাস। এটাই সনাতন/হিন্দুর শিক্ষা ও সংস্কৃতি ছিল, কিন্তু বর্তমানে তো মায়ের থেকে মাসির দরদ। অনেক ভারতীয় আছে যারা নিজেদের সংস্কৃতি জানে না কিন্তু পাশ্চাত্য সংস্কৃতি নিয়ে খুব নাচানাচি করে।এটা মর্ডান যুগ, ব্ল্যাকান্ডহোয়াইটের যুগ নয়।

পাশ্চাত্য দেশ ও কাল্চারের সাথে তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু এভাবে চলতে গিয়ে আমরা নিজেরাই আমাদের নিজেদের সনাতন শিক্ষা ও সংস্কৃতির ধ্বংস করছি । তার একটি বড়ো উদাহরণ হলো আজ তুলসী পুজন দিবস সেটাও 95% হিন্দু জানেনা। এভাবেই চলতে থাকতে পরবর্তীপ্রজন্ম হয়তো তুলসী গাছ টাই চিনবে না ।

তো আসুন যেই গাছটা আমাদের আশেপাশের বায়ুকে শুদ্ধ করে রোগথেকে প্রতিরোধ করে, সর্দীকাঁশী জ্বর নানা ধরনের এলার্জী ও এমন কি ক‍্যান্সার প্রতিরোধেও সাহায্য করে এমন মহাঔষধী গাছ কে বৈদিক কাল থেকেই পুজা করা হয়ে আসছে সুতরাং আসুন বৈদিক ভাবে তুলসী পুজন দিবস পালন করি ও একে অপর কে শুভেচ্ছা জ্ঞাপন করি ।

Related posts

রমজান সম্পর্কে মৌলানা ওয়াহিদুদ্দিন খানের বার্তা

E Zero Point

দৈনিক রাশিফল ২৯ মার্চ ২০২৩ বুধবার

E Zero Point

জেনে নিন রবিবারের রাশিফল

E Zero Point

মতামত দিন