16/04/2024 : 8:28 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

খালবিল চুনোপুঁটি উৎসব পূর্বস্থলীতে

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৫ ডিসেম্বর, ২০২০:


মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে কুড়ি বছর আগে বাঁশদহ বিল এলাকায় খালবিল চুনোপুঁটি উৎসবের সূচনা করেছিলেন। প্রতিবছর ২৫শে ডিসেম্বরের দিন বড় করে অনুষ্ঠান পালন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

এবছর ও কভিড স্বাস্থ্যবিধি মেনে সেখানে সেই অনুষ্ঠান পালন করা হল। মন্ত্রী স্বপন দেবনাথ এদিন জানান গ্রামীণ ইকো ট্যুরিজম তৈরির জন্য এই এলাকাকে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাঁশদহ বিলের পাড়ে গড়ে উঠেছে পর্যটক আবাসন কেন্দ্র।এখানে ট্রেন্ড নিয়ে এসে রাত্রি বাসের ব্যবস্থা করা হচ্ছে, যাতে শান্ত পরিবেশে মানুষ কয়েকটা দিন নিরিবিলিতে উপভোগ করতে পারেন।

পাশাপাশি এই এলাকায় মুখ্যমন্ত্রীর উদ্যোগে পঁচিশ কোটি টাকা ব্যয়ে বাশদহবিলের পানা পরিষ্কার করার পর, নৌকাবিহারের ব্যবস্থা করেছেন তিনি, আজ তাঁর উদ্বোধন হয়।

দশ টাকা টিকিটের মাধ্যমে চুনো বিলে কালির ঘাট থেকে মুন্সিপাড়া পর্যন্ত নৌকা ভ্রমণও করতে পারবেন পর্যটকরা।

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক এনাউর রহমান, কালনার মহকুমাশাসক সুমন সৌরভ মোহান্তি, জেলা পরিষদের সভাপতি শম্পা ধারা, মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিশিষ্টজনেরা।

Related posts

রোজা কোথা থেকে এলো?

E Zero Point

অধিকার আদায়ের দাবীতে মহানগরে ২৮ জানুয়ারিতে আবার শান্তিপূর্ণ মিছিল

E Zero Point

মেমারি গ্রামীণ হাসপাতালে রুগীদের জন্য বেড দান

E Zero Point

মতামত দিন