02/05/2024 : 3:48 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

টাকা মাটি, মাটি টাকা- প্রবাদবাক্যকে বাস্তবায়িত করলো সেচ দফতরঃ অধীর রঞ্জন চৌধুরী

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, মুর্শিদাবাদ, ১৪ জানুয়ারি ২০২২:


বহরমপুরের মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কার্যালয়ে শুক্রবার প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক করে রাজ্য সরকারকে এক হাত নিলেন। এদিনের সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে ধুলিয়ানের গঙ্গা ভাঙ্গন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেচদপ্তরকে কটাক্ষ করে বলেন রামকৃষ্ণ বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা সেয় প্রবাদ বর্তমানে বাস্তবায়িত করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেচ দফতর।

গঙ্গা ভাঙ্গন প্রতিরোধে রাজ্য সরকারের ভূমিকা আরো জোরদার করার দাবি জানান তিনি। শুক্রবারের সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী গঙ্গাসাগর মেলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন দিদিমনি গঙ্গাসাগর মেলা বন্ধ না করে দেখিয়ে দিল যে মোদি বলে আমি হিন্দু আমি মোদির থেকে কম হিন্দু নয়, পাশাপাশি গঙ্গাসাগর মেলায় করোনা সংক্রমণ ছড়াতে পারে বলে বিশেষ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

Related posts

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল মেমারি শহরে

E Zero Point

গঙ্গাসাগর হবে, বিদ্যাসাগর হবে নাঃ শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল হাইকোর্ট

E Zero Point

মেমারিতে কৃষক জাঠা

E Zero Point

মতামত দিন