04/05/2024 : 4:42 AM
আমার দেশ

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক কামাল খান

জিরো পয়েন্ট নিউজ১৫ জানুয়ারি ২০২২:


এনডিটিভির কামাল খান ছিলেন একজন প্রবীণ এবং পুরস্কার বিজয়ী সাংবাদিক। কামাল খান উত্তরপ্রদেশের রাজনীতির অসামান্য প্রতিবেদন এবং মার্জিত ভাষার জন্য সুপরিচিত। তিনি শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে লখনউতে তার বাড়িতে মারা যান। কামাল খান তিন দশকেরও বেশি সময় ধরে এনডিটিভিতে ছিলেন।

তিনি একজন কিংবদন্তী প্রতিবেদক হিসাবে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি কাব্যিক দক্ষতার সাথে কঠিন সত্য তুলে ধরতেন। একজন সংবাদ উপস্থাপক হিসেবে কামাল ছিলেন ভদ্রতা ও দক্ষতার প্রতিমূর্তি। এবং তার ভাষা তার ট্রেডমার্ক মার্জিততার জন্য বিখ্যাত ছিল। সর্বোপরি, তিনি একজন বিস্ময়কর এবং উদার মানুষ ছিলেন। তাঁর সাথে যে কেউ দেখা করতেন তার জন্য কেবল সদয় কথা এবং সীমাহীন সময় ছিল।

Related posts

ভারতকে আত্মনির্ভর করে তুলতে ধূপকাঠি বানানোর জন্য শিল্পীদের সহযোগিতা কয়েকগুণ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার

E Zero Point

আহমেদাবাদের কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন, এখনও পর্যন্ত মৃত ৮

E Zero Point

স্বল্পমেয়াদী মুনাফার পরিবর্তে দীর্ঘস্থায়ী ভিত্তি কাজ করার জন্য শিল্পপতি ও ব্যবসায়ীদের আহ্বান জানালেন উপরাষ্ট্রপতি

E Zero Point

মতামত দিন