04/05/2024 : 5:26 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

নদী থেকে অবৈধভাবে বালি চুরি

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ১৯ জানুয়ারি ২০২২:


ভাতারের খড়ি নদী থেকে অবৈধভাবে বালি চুরি হচ্ছে, খবর আসতে অভিযান চালালো ভাতার থানার ওসি। পূর্ব বর্ধমান জেলার ভাতারের খড়ি নদীর মাহাচান্দা অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে চুরি হচ্ছে বালি। এ বিষয়ে একাধিকবার অভিযান চালিয়ে ভাতার থানার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার ও বেশ কয়েকটি ট্রাক্টর কে আটক করেছে। বুধবার গোপনসূত্রে পুনরায় ক্ষমতায় ভাতার থানার পুলিশ ওই জায়গায় চলছে অবৈধভাবে বালি চুরি।


ভাতারের ঝিকরডাঙ্গা গ্রামে একদল বালি মাফিয়া বালি চুরি করছে খবর আছে ভাতার থানার ওসি সৈকত মন্ডল এর কাছে।
তিনি বিশাল পুলিশবাহিনী নিয়ে ওই জায়গায় হানা দেন। পুলিশ আসছে দেখেই তারা পালিয়ে যায়। প্রায় শতাধিক বস্তা বালি নষ্ট করে দেয় পুলিশ। ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৈকত মন্ডল জানান, আগামী দিনেও চলবে এই অভিযান ।

Related posts

রায়না-১ পঞ্চায়েত সমিতির দপ্তর থেকে পূর্ত কর্মাধ্যক্ষের ঝুলন্ত দেহ উদ্ধার

E Zero Point

মেমারিতে কৃষক-স্বার্থে বিজেপির ডেপুটেশনঃ দেখা করলেন না কৃষি আধিকারিক

E Zero Point

গঙ্গার বুকে তলিয়ে গেল এক ব্যক্তি

E Zero Point

মতামত দিন