04/05/2024 : 6:00 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৩ ফেব্রুয়ারি ২০২২:


মঙ্গলবার ২০২২ সালের আর্থিক বাজেট পেশ করলেন সংসদে অর্থমন্ত্রী। জনবিরোধী কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে এবং অবিলম্বে পৌর নির্বাচনের দিন ঘোষণার দাবিতে বুধবার বিকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি বামুনপাড়া মোড়ে এক বিক্ষোভ অবস্থান কর্মসূচী করা হয়। পথসভায় বক্তব্য রাখেন মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত কুমার কুমার, কালু রায়, জেলা নেতা সনৎ ব্যানার্জী।

সনৎ ব্যানার্জী তার বক্তব্যে বলেন, কেন্দ্রীয় সরকারের বাজেট জনবিরোধী ও করপোরেট মুখী বাজেট। এতে সাধারণ মানুষের কোন সুরাহ হয়নি। কৃষকদের উৎপাদিত ফসল কেনার কথা বলা হয়েছে। কিন্তু ন্যূনতম সহায়ক মূল্যে বরাদ্দ কমানো হয়েছে। করোনা অতিমারী পর্বে বহু মানুষ কর্মসংস্থান হারিয়েছে। সে ব্যপারে কোন দিশা নির্দেশ নেই। এছাড়াও তিনি বলেন অবিলম্বে ১০৮ টি পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনকে। কমিশন কোর্টে মুচলেকা দিয়ে বলেছিলেন ২৭ ফেব্রুয়ারি ভোট হবে কিন্ত এখনও কোন ঘোষণা করেনি। বৃহস্পতিবার সিপিআইএম মেমারি পৌরসভার প্রার্থী তালিকা ঘোষণা করবে দলীয় পার্টি দপ্তরে সাংবাদিক সম্মেলন করে।

 

Related posts

মন্তেশ্বরে গ্যাস সিলিন্ডারের রেগুলেটর থেকে আগুন বাড়িতে

E Zero Point

রাধাকান্তপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তালাঃ বাইরে বসে বৈঠক করলেন মেমারির বিধায়ক

E Zero Point

স্বাধীনতা দিবসে বর্ধমানে মালা পেলেন না নেতাজী

E Zero Point

মতামত দিন