08/05/2024 : 5:21 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

উৎকর্ষ বাংলা কেন্দ্রে খাদি শিল্পের প্রশিক্ষণ

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ৮ এপ্রিল ২০২২:


মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত হরিপুর গ্রামে উৎকর্ষ বাংলা কেন্দ্র উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলা শাসক শরৎকুমার দ্রিবেদী বৃহস্পতিবার দুপুরে। এই উৎকর্ষ বাংলা কেন্দ্র থেকে প্রায় 40 জন মহিলাকে খাদি শিল্পের ওপর প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলা শাসক শরৎকুমার দ্রিবেদী ছাড়াও উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক নবীনকুমার চন্দ্রা, খড়গ্রাম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপি ধর, খাদি ও গ্রাম শিল্প উন্নয়ন পর্ষদের মুর্শিদাবাদ জেলা আধিকারিক দেবাশীষ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related posts

জমি বিবাদের জেরে ভাইয়ের হাতে আক্রান্ত দাদা

E Zero Point

MEMARI: করোনা সংক্রমণ বাড়ছে, অথচ বিজয়া সম্মিলনীতে নেই করোনা বিধি

E Zero Point

চারুকলা শিল্পীদের প্রদর্শনী

E Zero Point

মতামত দিন