16/04/2024 : 3:20 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বড়শুল হাটের আধুনিকরণ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর, ২০২০:


বড়শুল হাটের আধুনিকরণ করা হয় আদর্শ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ বড়শুল ও নাবার্ড এর যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
১৩ লক্ষ টাকা ব্যয়ে । ১০ লক্ষ টাকা অনুদান দেয় নাবার্ড ও তিন লক্ষ টাকা দেয় আদর্শ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ । চারটি সেট তৈরি হয় ও একটি মিটিং হল তৈরি হয়।

এই অনুষ্ঠানে হাজির ছিল নাবার্ড প্রতিনিধি ও সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের প্রতিনিধি তাছাড়া উপস্থিত ছিলেন বর্ধমানের ২ এর সভাপতি শ্যামল দত্ত, পঞ্চায়েত সমিতির সদস্য অম্বিকা দাস ও পরমেশ্বর কোনার, সহ-সভাপতি অরুণ গোলদার, বরশুল ২ অঞ্চলের প্রধান সুস্মিতা সরেন , এই সমিতির সভাপতি গৌড় হরি দত্ত ও সম্পাদক রমেশ চন্দ্র সরকার উপস্থিত ছিলেন। আজ বেলা ১১ টার সময় মঙ্গলবার উদ্বোধন হলো। এই প্রকল্পের ফলে এলাকার চাষী ও সাধারণ মানুষ খুবই উপকৃত হবে আশা প্রকাশ করা যায়।

Related posts

মেমারির মাঠে ময়দানে লাল ঝান্ডার প্রচার মিছিল

E Zero Point

৭৫ তম স্বাধীনতা দিবস পালন বর্ধমানে

E Zero Point

জঙ্গিপুরে দলিত সাহিত্য অ্যাকাডেমির শাখা খোলার আর্জি

E Zero Point

মতামত দিন