03/05/2024 : 6:33 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

স্নানযাত্রায় মেতে উঠল হুগলির মাহেশ জগন্নাথ মন্দির

জিরো পয়েন্ট নিউজ, অমল চ্যাটার্জী, হুগলি,  ১৫ জুন ২০২২:


মঙ্গলবার হুগলি জেলায় মাহেশ জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হলো ৬২৬ তম স্নানযাত্রা উৎসব। এই মাহেশের রথযাত্রা পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। পুরীর পরেই শ্রীরামপুরের মাহেশের স্থান। ২৮ ঘড়া জল ও আড়াই মন দুধ ঢেলে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রা কে। রাজ্যের মুখ্যমন্ত্রী নতুনভাবে পর্যটন কেন্দ্র হিসেবে হুগলি জেলার এই মাহেশের রথযাত্রা কে সম্মান দিয়েছেন এবং সেখানে যারা বাইরে থেকে আসতে ইচ্ছুক তাদের থাকার ব্যবস্থা করেছেন।

জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে ভিড় ছিল চোখে পড়ার মতন। আবাল-বৃদ্ধ-বনিতা সেই ভিড়ে অংশ নিয়েছিল। এখানে উপস্থিত ছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহা, সিআইসি সন্তোষ কুমার সিং সহ প্রায় কয়েক হাজার ভক্ত বৃন্দ এখানে সমবেত হয়েছে।

Related posts

হাইওয়ে সম্প্রসারনের ফলে সমস্যায় মেমারির আদিবাসী গ্রামঃ মেমারি থানায় আদিবাসীদের জমায়েত

E Zero Point

গন উপনয়ন মেমারিতে

E Zero Point

আজকাল পত্রিকার সাংবাদিক উদয় বসুর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু

E Zero Point

মতামত দিন