19/04/2024 : 12:00 PM
আমার বাংলা

২দিনের ইডি হেফাজতে প্রাক্তণ শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ঃ এবার কার পালা?

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ২৩ জুলাই ২০২২:


দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ২দিনের ইডি  হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। শনিবার দুপুরে তাঁকে আদালতে পেশের পর ১৪ দিন হেফাজতের আবেদন জানান ইডি আধিকারিকরা। উলটোদিকে মন্ত্রীর আইনজীবীরা তাঁর জামিনের আবেদন জানান। দু’পক্ষে সওয়াল-জবাব শেষে বিচারক ২দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন।

ইডি হেফাজতে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন সকালেই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্টের নির্দেশ প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে এই প্রথম বড় মাপের কোনও নেতাকে গ্রেফতার করল তদন্তকারীরা। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁরই হেফাজত থেকে বিপুল পরিমাণে লুকিয়ে রাখা টাকা উদ্ধার হয়েছে।

সোমবার ফের এই মামলা এমপি-এমএলএ আদালতে উঠবে বলে জানিয়েছেন পার্থের আইনজীবী। সে দিন ওই বিশেষ আদালতে পার্থকে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারক। এর কারণ, বিধি মেনে রাজ্য বিধানসভার সদস্য পার্থের বিরুদ্ধে এই মামলার শুনানি হওয়া উচিত এমপি-এমএলএ আদালতে। কিন্তু শনিবার এমপি-এমএলএ আদালত বন্ধ থাকায় হেফাজত এবং জামিনের আবেদনের শুনানি হয়নি।

Related posts

হরালদাসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে মিছিল

E Zero Point

কালনায় ঢাকিদের মাথায় হাত

E Zero Point

রাজ্যে লাগামহীন দুর্নীতি, সন্ত্রাস ও নারী নির্যাতনের বিরুদ্ধে জামালপুরে বিজেপির সভা থেকে তোপ দাগলেন বিরোধী দলনেতা

E Zero Point

মতামত দিন