09/05/2024 : 7:56 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সংখ্যালঘু সেলের ছাত্রাবাস উদ্বোধন বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান, ২ অগাষ্ট ২০২২:


পূর্ব বর্ধমান জেলার, গলসি- ১ ব্লকের লোয়া কৃষ্ণরামপুর অঞ্চলের, কৃষ্ণ রামপুর উচ্চ বিদ্যালয়ের সংখ্যালঘু সেলের ছাত্রাবাস উদ্বোধন হলো ।
জানা যায় এক কোটি বারো লাখ টাকা খরচা করে এই ছাত্রাবাস নির্মাণ করা হয়েছে। সংখ্যালঘু ছাত্ররা যাতে এই ছাত্রাবাসে থেকে ভালোভাবে পড়াশোনা করতে পারে তার জন্যই এই ব্যবস্থা। এছাড়াও ছাত্রাবাসে যে সকল ছাত্ররা থাকবেন তারা যাতে সঠিকভাবে প্রশিক্ষণ পায় তার জন্য পাঁচ শিক্ষকের একটি কমিটি গঠন করা হয়েছে।


এছাড়াও স্কুলের পক্ষ থেকে একটি মঞ্চের এর জন্য আবেদন করা হয়েছে গলসি বিধানসভার বিধায়ক এর কাছে, বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন বিধায়ক। বিধায়ক নেপাল ঘোরুই ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসী ১নং ব্লক বিডিও দেবলীনা দাস, গলসী ১নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ রোকেয়া, বুদবুদ থানা ভারপ্রাপ্ত ওসি ময়নুল হক , বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন, লোয়া কৃষ্ণরাম পুর পঞ্চায়েতের প্রধান লাভলি সরেন, কৃষ্ণরামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা’, ছাত্র – ছাত্রী সহ কৃষ্ণরামপুর উচ্চ বিদ্যালয়ের কমিটির সদস্য’রা ।

Related posts

টোটো ইউনিয়নের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে ওসি

E Zero Point

মৃত্যুর পর মহিলার রিপোর্ট করোনা রিপোর্ট পজিটিভ – নাদনঘাটে চাঞ্চল্য

E Zero Point

জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সপ্তাহব্যাপী মহিলাদের স্বেচ্ছায় রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন