05/05/2024 : 5:21 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে যুবতী খুনের অভিযোগে গ্রেপ্তার ১

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৩০ সেপ্টেম্বর ২০২২:


বৃহস্পতিবার সকালে মেমারি থানার অন্তর্গত রসুলপুরে আমবাগানের কাছে একটি বাড়ি থেকে যুবতীর মৃতদেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। মৃত যুবতীর নাম দীপিকা বৈদ্য বয়স আনুমানিক ১৭ থেকে ১৮ বছর। এই মর্মান্তিক ঘটনার তদন্তে নেমে গতকাল রাতে মেমারি থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম রবীন্দ্রনাথ সরকার ওরফে পলাশ (বয়স আনুমানিক ২৯)। পুলিশসূত্রে জানা যার রসুলপুর নতুন রাস্তার কাছে রবীন্দ্রনাথ সরকারের বাড়ী।

শুক্রবার সকালে দীপিকা বৈদ্যকে খুনের অভিযোগে গ্রেপ্তার করে সুনির্দিষ্ট ধারা রুজু করে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।

ঘটনায় প্রকাশ বৃহস্পতিবার সকালে মেমারি রসুলপুর ৩৮ নং রেল গেটের কাছে আমবাগান নিকটস্থ জয় মা তারা ক্লাবের পাশের এলকার বাসিন্দা দীপিকা বৈদ্য। মা সবজি বিক্রেতা। প্রতিদিনের মতো এদিন ভোরেও তিনি সবজি কিনতে পাইকারী বাজারে চলে যান। সেই সময় ঘরে তার মেয়ে দীপিকা বৈদ্য ছিলেন। সবজি কিনে ফিরে এসে মেয়ের মৃত দেহ দেখতে পান।

(ছবিঃ নূর আহামেদ)

Related posts

তৃণমূলের সংখ্যালঘু সেলের মশাল দৌড় ও গুণীজন সংবর্ধনা মেমারিতে

E Zero Point

মেমারির তালচিনা গ্রামের ১৫০ জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান

E Zero Point

‘জাগো নারী’র রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন