জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২৬ ডিসেম্বর ২০২২:
মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত বিজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বনগ্রামে পরমানন্দ মিশনে এক বিশাল অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরুদেবের জন্ম দিন পালন করা হয়।
পরম পূজ্যপাত গুরুজি রবিন মহারাজের জন্ম দিবস উপলক্ষে সকাল থেকেই পুজোপাঠ, হোম যজ্ঞের আয়োজন করা হয় । বহুদূরান্ত থেকে ভিড় জমান ভক্তরা । সারাদিন ধরেই চলেন নানান অনুষ্ঠান। হাজার হাজার ভক্ত বসে খিচুড়িভোগ গ্রহণ করেন এদিনে ।
দেশ-বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান আশ্রম চত্বরে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ও অংশ নেন তারা । বনগ্রাম পরমানন্দ মিশনের মঠা দক্ষ কি বললেন তা আমরা শুনবো ও ভক্তরা।