26/04/2024 : 6:24 AM
ট্রেন্ডিং নিউজ

আপনি কি জানেন আজ কেন জাতীয় কৃষক দিবস?

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক২৩ ডিসেম্বর ২০২২:


কৃষকদের অন্য শব্দে বলা হয় অন্নদাতা। কৃষকরা দেশের মেরুদণ্ড। তাঁরা না ফসল ফলালে আজ দেশ এই পর্যায়ে এসে দাঁড়াত না। অন্য কাজের বদলে আমাদের ফসল ফলাতে হত। সামান্য অর্থের বিনিময়ে যাঁরা আমাদের এত বড়, সব চেয়ে মূল্যবান পরিষেবা দিয়ে থাকেন, তাঁদের অনেক সময়েই অবহেলায় থাকতে হয়।

বছরের প্রত্যেকটা দিনই কৃষকরা কাজ করেন। তাঁদের লাঙলের ফলা থামে না কখনও। কিন্তু আজকের দিনেই কেন কৃষক দিবস পালন করা হয়? আজ ২৩ ডিসেম্বর, জাতীয় কৃষক দিবস। (23rd December, The National Farmers Day)। ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংহ-এর জন্মবার্ষিকী আজ এবং আজকের দিনেই জাতীয় কৃষক দিবস পালন করা হয়।

Related posts

মনোময়ের মনের কথা-১ | হে মোর দুর্ভাগা দেশ !

E Zero Point

স্মৃতিচারণাঃ প্রয়াত চিন্ময় ঘোষ ও অঙ্গদান দিবস

E Zero Point

মজার খবরঃ ৮০ বছর তার চুলে কাঁচি-চিরুনি কিছুই ছোঁয়াননি

E Zero Point

মতামত দিন