03/05/2024 : 4:23 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি প্রিমিয়ার লিগের ক্রিকেট ফাইনালে অভিনেত্রী সোহিনী সরকার

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ১২ ফেব্রুয়ারি ২০২৩:


দশম বর্ষ মেমারি মেমারি প্রিমিয়ার লিগের ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত হল নবপল্লী মাঠে।  তিনদিন ব্যাপী ১৬ দলীয় ফাইনাল খেলায় মুখোমুখি হয় নিয়াজ ইলেভেন দুর্গাপুর বনাম পান্ডুয়া মর্নিং স্টার।

প্রথম ব্যাট করে নিয়াজ ইলেভেন দুর্গাপুর ৮৫ রান করেছে। জবাবে পান্ডুয়া মর্নিং স্টার ৮৬ রান করে জয়ী হয়েছে। জয়ী দলকে ট্রফি ৭০ হাজার টাকার চেক এবং বিজিত দলকে ট্রফি ও ৫০ হাজার টাকার চেক তুলে দেয় অতিথিরা।

ম্যান অফ দ্যা ম্যাচ হয় পান্ডুয়া মর্নিং স্টারের শংকর পাসোয়ান টাইগার।

ম্যান অফ দ্যা ম্যাচ হয় পান্ডুয়া মর্নিং স্টারের শংকর পাসোয়ান টাইগার।

দেবীপুর নেত্রালয়ের সহযোগিতায় মেমারি প্রিমিয়ার লিগের ফাইনালে উপস্থিত ছিলন চলচ্চিত্র অভিনেত্রী সোহিনী সরকার, সমাজসেবী শান্তনু কোনার, পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ও ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত ও সমাজসেবী প্রশান্ত সিংহরায় এবং অন্যান্যরা।

 

Related posts

মঙ্গলকোটের তরুণ সমাজসেবীর অকাল মৃত্যু

E Zero Point

চাষীদের স্বার্থে হাইরোড অবরোধ করার কর্মসূচী

E Zero Point

শিক্ষক দিবসে মাস্ক বিতরণ পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন