29/09/2023 : 12:57 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

অভিমানিনী গৃহবধূকে উদ্ধার বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ১৩ মার্চ ২০২১:


এক বধূ রাগারাগি করে বাড়ি থেকে পালানোর পর পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা বাজার থেকে তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পুলিশ । শনিবার দুপুরে ভাতার থানায় এসে ওই বধূকে বাড়িতে নিয়ে যান পরিবারের লোকজন।


জানা গিয়েছে মঙ্গলকোটের মজলিসদিঘি পাড়ে বাড়ি অপর্ণা সর্দার নামে ওই বধূর।তার স্বামী খোকন সর্দার ইঁটভাটার শ্রমিক। খোকন জানান শুক্রবার দুপুরে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। তখন খোকন সর্দার তার স্ত্রীকে চড় মারেন। স্বামীর হাতে মার খেয়ে অভিমান করে অপর্ণাদেবী বাড়ি থেকে পালিয়ে যান।

তারপর ভাতার থানা এলাকার বলগোনা বাজারে বসেছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতের দিকে ওই মহিলাকে একলা বসে থখকতে দেখেন টহলরত পুলিশ কর্মীরা। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার কথা জানতে পারে পুলিশ। মহিলা পুলিশকর্মীরা অপর্নাদেবীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।মহিলার স্বামীকে খবর দছয় পুলিশ। এরপর শনিবার ওই বধূর স্বামী ও ভাই ভাতার থানায় এসে অপর্ণাদেবীকে বাড়িতে নিয়ে যান।

Related posts

কান্দিতে নদীর জলস্তর বাড়তে থাকায় জলমগ্ন বিভিন্ন গ্রাম

E Zero Point

অবাঞ্ছিত পরিস্থিতিতে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন মমতা ব্যানার্জ্জী

E Zero Point

ছ’মাস পঞ্চায়েত প্রধান এলাকা ছাড়া: উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতে স্তব্ধ উন্নয়নের কাজ

E Zero Point

মতামত দিন