18/05/2024 : 3:48 PM
খেলা

মেমারির ৭ জন ক্ষুদে খেলোয়াড় সিএফএল নার্সারি লিগে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৩ এপ্রিল ২০২৩:


রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার অন্তর্গত বিডিও অফিস মাঠে সকালে এলাকার ক্ষুদে ফুটবলারদের নিয়ে একটি ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেমারি কোচিং সেন্টারের উদ্যোগে ও ফুটবল কোচ প্রশান্ত চ্যাটার্জীর ব্যবস্থাপনায় অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৪ বাচ্চাদের নিয়ে ফুটবল ট্রায়ালে উপস্থিত ছিলেন ইষ্টবেঙ্গল ক্লাবের প্রাক্তণ অধিনায়ক বিশ্বানথ মন্ডল।

ফুটবল কোচ প্রশান্ত চ্যাটার্জী জানান ৫৫ জন ক্ষুদে প্রতিভাবান ফুটবলারের মধ্য থেকে ৭ জন খেলোয়াড় বাছাই করা হয়। এই ৭ জন ক্ষুদে ফুটবলারকে সিএফএল নার্সারি লিগ ও পঞ্চম ডিভিশন লিগে খেলার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হবে।

ইষ্টবেঙ্গল ক্লাবের প্রাক্তণ অধিনায়ক বিশ্বানাথ মন্ডল বলেন ফুটবলে প্রতিভা তুলে আনতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবানদের খোঁজ শুরু করার কাজ চলছে। মেমারি থেকে ৭ জন ক্ষুদে ফুটবলারকে কলকাতার মাঠে প্রশিক্ষণ দিয়ে সময়সূচী অনুসারে খেলানো হবে।

Related posts

জন্মদিনের পার্টির পর করোনায় আক্রান্ত উসাইন বোল্ট

E Zero Point

যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক ক্রীড়া পুরস্কার ২০২১ঃ কি ভাবে মনোনয়ন জমা দেবেন জেনে নিন

E Zero Point

ইউএস ওপেনে জয়ের ধারা অব্যাহত, সেমিফাইনালে নওমি ওসাকা

E Zero Point

মতামত দিন