13/05/2024 : 12:53 AM
অন্যান্য

তৃণমূল গরীব ক্ষেতমজুের বেকার সন্তানদের লেঠেল করে তুলেছেঃ প্রাক্তণ সাংসদ শাহীদুল হক

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৩ এপ্রিল ২০২৩:


সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন মেমারি ১ পূ্র্ব ও পশ্চিম ব্লক কমিটির উদ্যোগে ক্ষেতমজুরদের নিয়ে একটি আলোচনা সভা মেমারি কালিতলায় সিপিআইএম পার্টি দপ্তরের সভা কক্ষে। পঞ্চায়েত নির্বাচন আমাদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তণ সাংসদ শাহীদুল হক। তিনি বলেন,বর্তমানে গ্রামের ক্ষেতমজুরদের চক্রান্ত করে দুটি ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। কৃষকসভার দায়িত্ব ক্ষেতমজুদের একত্রিত করে তাদের বঞ্চনার কখা, তাদের ন্যায্য দাবীর কথা তুলে ধরা।

বামেরায় পঞ্চায়েতে গরীবের অধিকার বুঝিয়ে দিয়েছে। কিন্তু তৃণমূল গরীব ক্ষেতমজুের বেকার সন্তানদের লেঠেল করে তুলে তাদের ভবিষ্যত অন্ধকারে ঠেলে দিয়েছে আর বিজেপিকে জায়গা করে দিচ্ছে বিভেদের রাজনীতি করার জন্য। তিনি আরও বলেন, লুটের পঞ্চায়েত চলছে, চোর তৃণমূল পঞ্চায়েত ব্যবস্থাকে ভেঙে দিয়েছে এই অপদার্থ সরকারকে সরিয়ে মানুষের পঞ্চায়েত গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌতম মজুমদার। উপস্থিত ছিলেন ক্ষেতমজুর ইউনিয়নের জেলা কমিটির সদস্য রবীন্দ্রনাথ ঘোষ, কৃষক নেতা আন্তাজ আলি দফাদার প্রমুখ।

Related posts

IPL2023: এক নজরে ১৫ তম আইপিএল

E Zero Point

বিজেপির অনুরোধে ১৪টি পেজ সরিয়ে দেয় ফেইসবুক!

E Zero Point

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-৩

E Zero Point

মতামত দিন