02/02/2023 : 7:41 AM
অন্যান্য

বর্ধমানে সি পি আই (এম) নেতা কে. এল দাস প্রয়াত

বিশেষ সংবাদদাতা, বর্ধমানঃ গত ২১ এপ্রিল ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে প্রয়াত হন সি পি আই (এম) বর্ধমান শহর ১ এরিয়া কমিটির প্রবীণ পার্টি-সদস্য কমরেড কেশব লাল দাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর। এলাকাতে তিনি কে. এল দাস নামেই পরিচিত ছিলেন। রেল শ্রমিক কর্মচারী ইউনিয়নের একজন নেতৃত্ব ছিলেন। ১৯৭৪ সালে রেল স্ট্রাইককে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীকালে এলাকাতে গণআন্দোলনের কাজের সাথে যুক্ত হন। ১৯৮২ সালে পার্টি সদস্যপদ অর্জন করেন। দীর্ঘদিন তিনি ৮ নং ওয়ার্ডে শাখা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এলাকার মানুষদের খুবই আপনজন ছিলেন। তিনি ৮ নং ওয়ার্ডে নাগরিক কমিটির সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুর দিন পর্যন্ত তিনি পার্টি-সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি তাঁর দুই পূত্র, এক কন্যা ও পুত্র বধূ সহ নাতি নাতনীদের রেখে গেলেন। তাঁর জীবনাবসানে গভীর শোকপ্রকাশ করেছেন সিপি আই(এম) জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক।

 

Related posts

সাধারণ ভুল যেগুলো রমজানের সময় আমরা করে থাকি – তৃতীয় পর্ব

E Zero Point

বিশ্বের বৃহত্তম টিকাকরণের অঙ্গ হিসেবে করোনা টিকা প্রদান করা হচ্ছে দেশে

E Zero Point

সব দোকান-বাজার খোলা থাকবে, গুজব ছড়ালে কড়া ব্যবস্থা: মুখ্যমন্ত্রী

E Zero Point

মতামত দিন