18/05/2024 : 12:47 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে সাইক্লোথন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১৬ এপ্রিল ২০২৩:


নববর্ষের সকালে পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে সাইক্লোথন আয়োজিত হল পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও বর্ধমান সদর সামাজিকি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। বর্ধমান স্টেশন থেকে শুরু হয়ে সাইকেল যাত্রা শেষ হয় উল্লাসে। ৬২ জন সাইকেলিস্ট এদিন অংশ নেয় এই যাত্রায়। কম দূরত্বের যাতায়াত সাইকেলে করার জন্য তারা আবেদন রাখেন।

আয়োজকদের তরফে সুমিত কুমার দে , সুরজ ঘোষরা জানান এদিনের দুই সেরা সাইকেলিস্ট সুপ্রতিম ব্যানার্জি ও সঙ্গিতা সিং , বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: ওম শঙ্কর দুবে এবং অধ্যাপক হেমন্ত নবনীত রাম।

সাইক্লোথন শেষে স্ট্রিট আর্টে অংশ নেয় সকলে, শিল্পী সঙ্গীতা সিং এর ভাবনায় রাস্তায় ফুটে ওঠে নববর্ষের শুভেচ্ছাবার্তা

Related posts

সরকারি বার্তা প্রচারে পান্ডুয়ায় জায়েন্ট স্ক্রিনের উদ্বোধন

E Zero Point

ভাতারে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কালুত্তক গ্রামের এক ব্যক্তি

E Zero Point

মন্তেশ্বরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল

E Zero Point

মতামত দিন