02/05/2024 : 6:05 PM
ধর্ম -আধ্যাত্মিকতা

মেমারিতে মনসা পুজো

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২৫ এপ্রিল ২০২৩:


মেমারি দুই নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া মনসা পুজো অনুষ্ঠিত হলো। প্রত্যেক বছর বৈশাখ মাসে দ্বিতীয় মঙ্গলবার এই পুজো অনুষ্ঠিত হয় বলে জানালেন পুরোহিত মহাশয়। মূল মন্দির থেকে চতুর্দলায় করে মুন্সী ডাঙ্গা গ্রামে শ্রীশ্রী মা মনসা মন্দিরে নিয়ে আসেন ভক্তরা এবং মন্দিরে পুজিত হন ।


এই পুজো প্রায় ৩০০ বছর ধরে হয়ে আসছে বলে জানালেন পুজো কমিটির তরফ থেকে। জানা যায়  মা মনসা পুজো সমাপ্তি না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তির বাড়িতে রান্না করা হয় না। পুজোর শেষে পুনরায় সন্ধ্যার বেলায় মূল মন্দিরে ফিরে যান শ্রী শ্রী মা মনসা।


পাশাপাশি সন্ধ্যাবেলায় এই মন্দিরে পুনরায় মা কালী পুজো অনুষ্ঠিত হয় বলে জানালেন পুজো কমিটির ম্যানেজার নিলু পাল।
এই পুজোকে ঘিরে দুদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এই পুজো প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত মদন ভট্টাচার্য,পুজো কমিটির ম্যানেজার নিলু পাল সহ পুজো কমিটির সকল সদস্য ও ভক্তবৃন্দ।

Related posts

জেনে নিন বৃহস্পতিবারের রাশিফল

E Zero Point

আধ্যাত্বিক চেতনাবোধ ঘুরে দাঁড়ানোর একমাত্র পথ ভারতবাসীর

E Zero Point

যার আছে হাতে কড়ি সে যাবে শিবের বাড়ি – জানেন কি শিবের বাড়ি কোথায়?

E Zero Point

মতামত দিন