19/05/2024 : 7:09 PM
আমার বাংলা

শ্রমিকদের সমস্যার কথা শুনলেন বিধায়ক

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৮ এপ্রিল ২০২৪ :


লক্ষ্য বর্ধমান পূর্বের প্রার্থী শর্মিলা সরকারকে জেতানো আর সেই লক্ষ্যেই এদিন রবিবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত হেমাতপুরে লরি ইউনিয়নের বেলচা শ্রমিকদের সাথে চা খেতে দেখা যায় এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কে।  খুব সকালেই তিনি এখানকার বেলচা শ্রমিকদের কাছে আসেন। কথা বলেন তাদের সাথে। শুনে নেন তাদের সমস্যার কথাও।

চা খেতে খেতে তিনি তাদের সাথে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সুবিধা যেমন লক্ষীর ভান্ডার ,কন্যাশ্রী প্রকল্প, স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন ভাতার কথা তুলে ধরেন। এবং তাদের পরিবারের সদস্যরা কি রাজ্য সরকারের এইসব সুবিধা গুলো পাচ্ছে কিনা তার খোঁজখবর নেন। এবং না পেলে কিভাবে তা পাওয়া যাবে তা ভালো করে জানিয়ে দেন। এই প্রচন্ড গরমে তারা যাতে সাবধানে কাজ করে, তার পরামর্শ দেন। হঠাৎ করেই কেউ অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে যাওয়ার কথা বলেন। পাশাপাশি তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারকে ভোট দেওয়ার জন্য আবেদন জানালেন মন্ত্রী স্বপনবাবু রবিবার।

Related posts

ঘুরে আসুন ঘরের কাছেইঃ বড়শুলের বিস্মৃত অধ্যায়ের একটি ঐতিহাসিক সংগ্রহশালা

E Zero Point

মেমারি পুলিশের মানবিক উদ্যোগ

E Zero Point

যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির বর্ধমানে

E Zero Point

মতামত দিন