আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের অন্তর্গত মিনারগুলিতে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন মহিলারা। সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশ জারি করে বলা হয়েছে যে ৮ মার্চ প্রত্নতত্ত্ব বিভাগের অন্তর্গত যে সমস্ত মিনার, স্মৃতিশৌধ রয়েছে সেখানে প্রবেশের জন্য কোনও প্রবেশ মূল্য লাগবে না। এই পদক্ষেপের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মেয়েরা পরিচালিত করবে। তাঁদের হাতেই তিনি তাঁর সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সঁপে দেবেন। শনিবার মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়, ‘আন্তর্জাতিক নারী দিবস প্রচলিত হওয়ার অনেক আগে থেকেই মহিলাদের পুজো করা হয়। আমাদের সংস্কৃতিতে পৌরাণিক যুগ থেকে আমরা মহিলাকে দেবী হিসাবেই দেখে এসেছি।’ এটা খুবই ভালো উদ্যোগ বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। এর আগে মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে কেন্দ্র সুরক্ষিত স্মৃতিশোধগুলিতে শিশুদের দুধ খাওয়ানোর আলাদা ঘর তৈরি করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট