15/04/2024 : 10:40 AM
অন্যান্য

দিল্লীর দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য অর্থ সংগ্রহ মেমারিতে

নিজস্ব সংবাদদাতা মেমারি ৫ ই মার্চ :সিপিআইএম মেমারি – ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে দিল্লীর দাঙ্গায় যে সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছেন ।দোকান পাঠ, স্কুল কলেজ , মসজিদ , গীর্জায় আগুন লাগানো হয়েছে । এখনো বহু মানুষ হাসপাতালে ভর্তি আছেন, সেই সব দাঙ্গা পীড়িতদের সাহায্যার্থে মেমারির সিপিআইএম নেতা কমীরা অর্থ সংগ্রহে রাস্তায় নেমেছেন । মেমারির বেলতলা মাকের্ট থেকে চকদিঘী মোড় এলাকা পর্যন্ত অর্থ সংগ্রহে নেতৃত্ব দেন । সুকান্ত কোঙার , প্রশান্ত কুমার , পিযুষ বিশ্বাস পিন্টু ভট্টাচার্য প্রমুখ ।এক ই কর্মসূচি হয় মেমারি বমুনপাড়া মোড় থেকে সোনা পট্টি হয়ে হাসপাতাল মোড় পর্যন্ত অর্থ সংগ্রহে নেতৃত্ব দেন । মহারানী কোঙার, অভিজিৎ কোঙার , সনৎ ব্যানার্জি , সন্ধ্যা ভট্টাচার্য , আরতী গাঙ্গুলি শ্যমলীনা কোঙার । বাজারের ফুটপাতের ব্যাবসায়ী , ট্রেনের যাত্রী , টোটো চালক , পথচলতি মানুষ , ও ছোট বড়ো ব্যাবসায়ীরা সকলেই অর্থ সাহায্যের হাত বাড়িয়ে দেন ।

Related posts

১৪৪ ধারা থেকে কি আলাদা লকডাউন?

E Zero Point

বীরভূমে বহুরূপী সম্প্রদায়ের করোনা সচেতনতা অভিযান

E Zero Point

মেমারির বিভিন্ন ওয়ার্ডের অসহায় মানুষের পাশে সিপিআইএম কর্মীরা

E Zero Point

মতামত দিন