নূর আহমেদ, মেমারিঃ কয়েকদিন আগেই নবান্নে প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলে করোনার সাথে সাথে রাজ্যকে ডেঙ্গু প্রতিরোধের জন্যও তৈরি থাকতে হবে। আর তারই ফলে আজ মেমারি পৌরসভা থেকে রেলষ্টেশন যাওয়ার মেন রোডে আজ দমকল দফতরের কর্মীদের সাহায্যে জীবাণুনাশক স্প্রে করা হল। এছাড়াও আজ শহরে শুধু কেমিক্যাল স্প্রে নয় রাস্তায় ও ড্রেনের ধারে ডেঙ্গুবাহিত মশা প্রতিরোধের জন্য ব্লিচিং পাউডার ও সাফাই কর্মীদের দিয়ে ড্রেন পরিস্কার করা হয় মেমারি পৌর সভা থেকে।
পৌরসভার আধিকারিকদের সাথে সাথে উপস্থিত ছিলেন পৌরপিতা স্বপন বিষয়ী, উপ পৌরপিতা সুপ্রিয় সামন্ত, কাউন্সিলার বিদ্যুত দে, সেখ আসাদউদ্দিন, বাস ট্রেকার শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী সুকান্ত হাজরা (বাবু)।