নিজস্ব সংবাদঃ বৈশ্বিক মহমারী করোনার প্রকোপে থমকে আছে বিশ্বের অর্থনীতি। কৃষিপ্রধান রাজ্যে চাষ-আবাদে যুক্ত মানুষজনের অবস্থা লকডাউনের ফলে শোচনীয়। রাজ্যে লকডাউনে কৃষিক্ষেত্রে কিছু ছাড় দিলেও, চাষের কাজে ভিনজেলার মজুরেরা আসতে পারবে কি না সন্দেহ আছে।
মেমারি থানার দাঁদুড় গ্রামে কিছু কৃষক, শ্রমজীবি ও চাকুরীজীবিদের নিয়ে ২০১০ সালে স্থাপিত হয় দাঁদুড় মান্নাত ফারর্মাস ক্লাব। মূলক কৃষি নির্ভরশীল এই গ্রামে দরিদ্র মানুষের সংখ্যা কম নয়। লকডাউনের ফলে তাদের আর্থিক পরিকাঠামো ভেঙে পড়েছে, আর সেই সব অসহায় মানুষের পাশে এসে সামাজিক কর্তব্য করলেন দাঁদুড় মান্নাত ফারর্মাস ক্লাবের সদস্যরা। প্রায় ১০০ জন গরীব মানুষ ও বিধবাদের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দিলেন।