20/06/2024 : 6:56 PM
অন্যান্য

মেমারি থানার দাঁদুড়ে মানুষের পাশে মান্নাত ফারর্মাস ক্লাব

নিজস্ব সংবাদঃ বৈশ্বিক মহমারী করোনার প্রকোপে থমকে আছে বিশ্বের অর্থনীতি। কৃষিপ্রধান রাজ্যে চাষ-আবাদে যুক্ত মানুষজনের অবস্থা লকডাউনের ফলে শোচনীয়। রাজ্যে লকডাউনে কৃষিক্ষেত্রে কিছু ছাড় দিলেও, চাষের কাজে ভিনজেলার মজুরেরা আসতে পারবে কি না সন্দেহ আছে।

মেমারি থানার দাঁদুড় গ্রামে কিছু কৃষক, শ্রমজীবি ও চাকুরীজীবিদের নিয়ে ২০১০ সালে স্থাপিত হয় দাঁদুড় মান্নাত ফারর্মাস ক্লাব। মূলক কৃষি নির্ভরশীল এই গ্রামে  দরিদ্র মানুষের সংখ্যা কম নয়। লকডাউনের ফলে তাদের আর্থিক পরিকাঠামো ভেঙে পড়েছে, আর সেই সব অসহায় মানুষের পাশে এসে সামাজিক কর্তব্য করলেন দাঁদুড় মান্নাত ফারর্মাস ক্লাবের সদস্যরা। প্রায় ১০০ জন গরীব মানুষ ও বিধবাদের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দিলেন।

 

Related posts

সাইনাসাইটিসের রোগীঃ ৬ বছরের রুদ্রাঞ্জনের নতুন দৃষ্টিশক্তি

E Zero Point

করোনা থেকে সম্পূর্ণ সুস্থ বিশ্বের আড়াই লক্ষাধিক মানুষ

E Zero Point

লকডাউনের তৃতীয় দফাতেও অন্নদান সেবা চালু থাকবে বর্ধমানের গুরুদুয়ারে

E Zero Point

মতামত দিন