বিশেষ সংবাদদাতা, কলকাতাঃ রাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হল ১৬২। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তবে রাজ্যে করোনায় মৃত্যের সংখ্যা ১০-ই রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিক সম্মেলনে রাজ্যে করোনা সংক্রমণ রুখতে এবার কড়া প্রস্তুতি নিতে বললেন প্রশাসন তথা পুলিশকে৷ তিন নির্দেশ দেন কোনও বাজারে ভিড় করা যাবে না৷ তাছাড়া কেউ মাস্ক না পরলে কোনও বাজারে ঢুকতে দেওয়া হবে না এবং প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণে সশস্ত্র পুলিশ ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে এবার গোষ্ঠী সংক্রমণ শুরু হবে৷ হাওড়া এবং উত্তর চব্বিশ পরগণা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন রাজ্যের এই দুই জেলা খুবই স্পর্শকাতর৷পুলিশ-প্রশাসন বিজেষ নজরদাড়ি করবেন এই দুই জেলায়।
এদিন অন্যান্য জেলাশাসকদেরও সতর্ক করেন মমতা। হুগলির জেলাশাসককে কোনও কিছু না দেখে করোনায় আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠাতেই হবে। মুর্শিদাবাদ ও মালদার জেলা শাসকদেরও সতর্ক করেন তিনি। মালদা মেডিক্যাল কলেজে যেন ভিনরাজ্যের বা ভিনদেশি কোনও ব্যক্তি চিকিৎসা নিতে না পারেন সেদিকে নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো কয়েকটি জেলায় এখনও কোনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি কিন্তু সেই জেলাগুলিতেও যাতেও সোশ্যাল ডিসটেন্সিং-এর ক্ষেত্রে কোনও শিথিলতা দেখানো যাবে, সাবধান থাকতে হবে বলে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়৷ অন্যান্য রাজ্যগুলির সঙ্গে থাকা সীমান্তে এবং আন্তঃ জেলা সীমান্তগুলিতেও কড়া নজরদারি চালানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ নিয়ম পালনে কাউকেই যাতে ছাড় না দেওয়া হয়, সেকথা মনে করিয়ে দেন তিনি৷
করোনা পরিস্থিতি নিয়ে নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক।Administrative review meeting at Nabanna Sabhaghar on the Coronavirus situation
Mamata Banerjee ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶುಕ್ರವಾರ, ಏಪ್ರಿಲ್ 17, 2020