23/04/2024 : 11:01 PM
অন্যান্য

ভিড় নিয়ন্ত্রণে এবার সশস্ত্র পুলিশ, কলকাতা সহ দুই জেলা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিশেষ সংবাদদাতা, কলকাতাঃ রাজ্যে করোনা আক্রান্ত  রোগীর সংখ্যা বেড়ে হল ১৬২। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তবে রাজ্যে করোনায় মৃত্যের সংখ্যা ১০-ই রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিক সম্মেলনে রাজ্যে করোনা সংক্রমণ রুখতে এবার কড়া প্রস্তুতি নিতে বললেন প্রশাসন তথা পুলিশকে৷ তিন নির্দেশ দেন কোনও বাজারে ভিড় করা যাবে না৷ তাছাড়া কেউ মাস্ক না পরলে কোনও বাজারে ঢুকতে দেওয়া হবে না  এবং প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণে সশস্ত্র পুলিশ ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে এবার গোষ্ঠী সংক্রমণ শুরু হবে৷  হাওড়া এবং উত্তর চব্বিশ পরগণা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন রাজ্যের এই দুই জেলা খুবই স্পর্শকাতর৷পুলিশ-প্রশাসন বিজেষ নজরদাড়ি করবেন এই দুই জেলায়।

এদিন অন্যান্য জেলাশাসকদেরও সতর্ক করেন মমতা। হুগলির জেলাশাসককে কোনও কিছু না দেখে করোনায় আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠাতেই হবে। মুর্শিদাবাদ ও মালদার জেলা শাসকদেরও সতর্ক করেন তিনি। মালদা মেডিক্যাল কলেজে যেন ভিনরাজ্যের বা ভিনদেশি কোনও ব্যক্তি চিকিৎসা নিতে না পারেন সেদিকে নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো কয়েকটি জেলায় এখনও কোনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি কিন্তু সেই জেলাগুলিতেও যাতেও সোশ্যাল ডিসটেন্সিং-এর  ক্ষেত্রে কোনও শিথিলতা দেখানো যাবে, সাবধান থাকতে হবে বলে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়৷ অন্যান্য রাজ্যগুলির সঙ্গে থাকা সীমান্তে এবং আন্তঃ জেলা সীমান্তগুলিতেও কড়া নজরদারি চালানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ নিয়ম পালনে কাউকেই যাতে ছাড় না দেওয়া হয়, সেকথা মনে করিয়ে দেন তিনি৷

করোনা পরিস্থিতি নিয়ে নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক।Administrative review meeting at Nabanna Sabhaghar on the Coronavirus situation

করোনা পরিস্থিতি নিয়ে নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক।Administrative review meeting at Nabanna Sabhaghar on the Coronavirus situation

Mamata Banerjee ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶುಕ್ರವಾರ, ಏಪ್ರಿಲ್ 17, 2020

Related posts

মেমারির পারিজাতনগর-উদয়পল্লীতে বহিরাগতের প্রবেশ নিষেধ

E Zero Point

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-৮

E Zero Point

পূর্ব বর্ধমানের শ্মশানের প্রতীক্ষালয় থেকে উদ্ধার যুবকের মৃতদেহ

E Zero Point

মতামত দিন