পূর্ব বর্ধমানের মেমারীর শিক্ষানিকেতন সতিশচন্দ্র সরকারী শিল্প বিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে সম্প্রতি আয়োজিত হল তাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান “সাইন্টিলা ২০২০” , ৩দিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মেমারীর বিধায়িকা নার্গিস বেগম ও চলচিত্রাভিনেতা বিশ্বণাথ বসু , ঝুমুর , লোকগান, বাউলের পাশাপাশি ছাত্রছাত্রীদের নিজস্ব অনুষ্ঠানে ভরে ওঠে সাইন্টিলার মঞ্চ, ছাত্রছাত্রীদের জন্য নৃত্য ক্যুইজ আঁকা সহ নানা প্রতিযোগিতার ব্যবস্থা ছিল; এই উৎসব ঘিরে স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতন , উদ্বোধনী অনুষ্ঠানে সতিশচন্দ্র সরকারী শিল্প বিদ্যালয়ের সুপারিন্টেডেন্ট দেবাংশু দাসের লেখা ও সুর করা “সাইন্টিলা ২০২০” র থিম সং পরিবেশন করেন ছাত্রছাত্রীরা , পল্লিমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক সন্দীপন সরকার জানান এই ধরনের অনুষ্ঠান কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশী স্থানীয় এলাকার সংস্কৃতি ও কৃষ্টি কে বিকশিত করে , এই উদ্যোগ কে সাধুবাদ জানাই, আগামী বছর গুলিতেও এর আয়োজন হোক এই কামনা
পূর্ববর্তী পোস্ট