বিশেষ প্রতিনিধি, বহরমপুরঃ মুর্শিদাবাদে চারজন করোনা আক্রান্তের হদিশ মিলেছে আজ। এদের মধ্যে তিন জন দিল্লী ফেরত সুতি থানা এলাকার বাসিন্দা ও অপরজন জঙ্গীপুর মহকুমা হাসপাতালের এক মহিলা স্বাস্থ্যকর্মী। চারজনকেই রাতে বহরমপুর মাতৃসদনে করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সুপার ডঃ শর্মিলা মল্লিক জানিয়েছেন। লকডাউনের মধ্যেই নিউ দিল্লী থেকে আ্যম্বুলেন্স ভাড়া করে সুতি ২ ব্লকের ঐ তিন পরিযায়ী শ্রমিক মহেন্দ্রপুর গ্রামে ফেরে দিন সাতেক আগে।কয়েকদিন পর অসুস্থ বোধ করায় সুতির মহিষাস্থলী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাও করায়। সন্দেহ হওয়ায় দুদিন আগে তাদের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। আজ রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। অন্যদিকে জঙ্গীপুর পুরসভার ১৯ নং ওয়ার্ডের প্রতাপপুরের বাসিন্দা মহিলা স্বাস্থ্যকর্মীর ও করোনা পজিটিভ আসে। দুটি জায়গায় সংশ্লিষ্ট ব্লকের বিমওএইচ ও ব্লক প্রশাসনের কর্তারা পৌছেছেন। কালকের মধ্যেই আক্রান্তদের সংস্পর্শে আসা সকলকে আইসোলেসন ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে।