28/03/2024 : 11:43 PM
অন্যান্য

করোনা যুদ্ধ জয় করে দুর্গাপুর সনোকা হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ৩ করোনা রোগী

বিশেষ প্রতিনিধি, বীরভূমঃ বীরভূমে প্রথম যে ৩ জনের করোনা পজিটিভ ধরা পড়ে তারা আপাতত দুর্গাপুর সনোকা হাসপাতাল থেকে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। দ্বিতীয় দফায় পজিটিভ ধরা পড়া দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়নপুর গ্রামের আক্রান্ত ব্যক্তির বাড়ি সেদিনই সীল করা হয়। ৮২ বছরের বৃদ্ধা মা সহ বাড়ির ১১ জন সদস্য এবং ড্রাইভারকে রাখা হয়েছে বক্রেশ্বর যুব আবাস সরকারি কোয়ারেন্টাইনে। গতকাল এখান থেকে মোট ৪৯ জনের লালারসের নমুনা ভ্রাম্যমান কিওস্ক গিয়ে সংগ্রহ করে। আক্রান্তদের বাড়ি সহ লক্ষ্মীনারায়ণপুর গ্রামটি সেনেটাইজ করা হয়। জেলায় আজ আইসোলেশনে ভর্তি রয়েছেন ৩১ জন। গভঃ কোয়ারান্টিনে রয়েছেন ১,১৬৪ জন। জেলা থেকে এ যাবৎ ১৪৮০ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট ফেরত এসেছে ৮৪৪ জনের। তাদের মধ্যে ৬ জনের রিপোর্ট পজিটিভ মিললেও,এক সপ্তাহের মধ্যেই ৩ জন করোনা মুক্ত হয়েছেন।

Related posts

বাঙালি কি ভুলতে বসেছে ” বড়োলোকের বিটিলো লম্বা লম্বা চুল ” গানের স্রষ্টা বীরভূমের রতন কাহারকে

E Zero Point

মাতৃদিবসে শিশুদের পাশে মেমারির সুভাষ সংঘ

E Zero Point

করোনা ধর্ম, বর্ণ, ভাষা দেখে না! সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

E Zero Point

মতামত দিন