09/12/2024 : 6:26 PM
অন্যান্য

পৃথিবীর এই কঠিনতম অসুখ ছোটদের অন্তরকে স্পর্শ না করুক | সুশান্ত পাড়ুই

সম্পাদক সমীপেষু


পৃথিবীর এই কঠিনতম অসুখ ওদের অন্তরকে স্পর্শ করেনি


সুশান্ত পাড়ুই

এই সময় আমাদের সকলের একটা ব্যাপার মাথায় রাখা খুব জরুরী। আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাই বুঝি, শিশুদের এই সময়ের কষ্ট। প্রতিনিয়ত অনুভব করছি আমার সেই সব কচিকাঁচা অবোধ সন্তান দের মনকষ্ট। ওরা বড়ো অসহায়। মুক্ত বিহঙ্গকে বাঁধা হয়েছে শিকলে। ওরা উড়তে চায় আকাশে। পৃথিবীর এই কঠিনতম অসুখ ওদের অন্তরকে স্পর্শ করেনি। ওরা কতদিন ওদের সাথি কে পায়নি। তাই মন পুড়ছে ওদের। এই কঠিন সময়ে আমাদের উচিত ওদের সংগোপনের মন পড়ে ওদের খেলার সাথী হওয়ার। সারাদিনের রুটিন এমন ভাবে তৈরী করুন যাতে ওরা নিজেদের একা বিচ্ছিন্ন বোধ না করে। ওদের সাথে খেলা করুন, বই পড়তে দিন(পাঠ্যপুস্তক বাদে), টিভির রিমোট থাক ওদের হাতে। কোন গঠনমূলক সৃজনশীল কাজে যুক্ত করা যেতে পারে। যেমন ধরুন —আবৃত্তি, ছবি আঁকা, গান, মাটির জিনিস তৈরি, কোলাজ এর কাজ, গাছ পরিচর্যা ইত্যাদি। ওদের সাথে ইন্ডোর গেম খেলুন। যেমন, লুডো, চাইনিজ চেকার, ক্যারাম, ইত্যাদি। এর ফলে ওদের একঘেয়েমী দুর হবে। আর দেখবেন এই অবসরে আপনার শিশু হয়তোবা আপনার এই অদেখা অচেনা অবস্থান লক্ষ্য করে আপনাকেও নতুন করে চিনতে শিখবে। আমাদের পারিবারিক নিবিড় বন্ধন আরো নিবিড় তম হয়ে উঠুক এই কামনা করি। পরিশেষে বলি, এই বিভীষিকা একদিন কেটে যাবে। আগামী দিনের সুখী ও সমৃদ্ধ পৃথিবী গড়তে আমাদের তো পাহারাদার হতেই হবে সেই অনাগত ভবিষ্যৎ স্রষ্টাদের জন্য।

 

Related posts

করোনায় কেন্দ্রের প‍্যাকেজ ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার

E Zero Point

রাজ‍্যের আদালতগুলি জীবাণুমুক্ত করা হোক, দাবি বার কাউন্সিলের

E Zero Point

রাজ্য সরকারের পর এবার কেন্দ্র সরকার :করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে পৃথক তথ্য , প্রকাশ্যে ICMR এবং স্বাস্থ্যমন্ত্রকের মতবিরোধ

E Zero Point