06/06/2023 : 9:15 AM
অন্যান্য

করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তিগতভাবে এগিয়ে মেমারির হানিফ সেখ

নূর আহমেদ, মেমারিঃ লকডাউনের পরিস্থিতিতে সকলেই ঘর বন্দী কিন্তু খেটে খাওয়া মানুষগুলো সচেতন হয়ে ঘরে বসে আছে কিন্তু শরীরে খাওয়ার যোগান কে দেবে। সকরকারী ভাবে ঘোষণা হলেও সেগুলি সবসময় সরাসরি হাতে আসতে দেরী হয়। পেট তো বসে থাকার নয় সে তার যোগান চায়বে।

মেমারিতে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা করোনা পরিস্থিতি মোকাবিলায় কাজ করে চলেছে। কিন্তু ব্যক্তিগত উদ্দ্যোগে আমরা খুঁজে পেলাম মেমারি সুলতানপুর (৩নং ওয়ার্ড) মোড়লপাড়ার বাসিন্দা হানিফ সেখ। পেশায় বালি সাপ্লাইয়ের ব্যবসায়ী। নিজের ঘরে থেকেই তার ওয়ার্ডের বিভিন্ন অসহায় মানুষদের চাল, জাল, মুড়ি, আলু, টমাটো, সাবান বিলি করছেন। শুধুমাত্র ৩নং ওয়ার্ডই নয় আশেপাশের আরও ওয়ার্ড থেকে দিন আনা দিন খায় মানুষজন তার বাড়িতে এসে এই অন্নদান সংগ্রহ করছেন।

Related posts

পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে খড় বোঝাই লরিতে আগুন

E Zero Point

পূর্ব বর্ধমানের মেমারির বাগিলায় তৃণমূল যুব কংগ্রেসের রক্তদান শিবির

E Zero Point

১৪৪ ধারা থেকে কি আলাদা লকডাউন?

E Zero Point