22/09/2023 : 12:04 AM
অন্যান্য

মেমারিতে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার খাদ্যসামগ্রী বিতরণ

জাকির হোসেন, মেমারি: নভেল করোনা ভাইরাসের সংক্রমনকে রোধ করার লক্ষ্যে দেশ তথা রাজ্যের লকডাউন চলাকালীন শ্রমজীবি মানুষেরা স্বাভাবিকভাবেই খাদ্যসঙ্কটের মধ্যে রয়েছেন। এই সঙ্কটময় পরিস্থিতিতে দরিদ্যমানুষদের পাশে এসে দাঁড়ালেন মাওলনা সৈয়দ আরশাদ মাদানীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী কাজী শামসুদ্দীন আহমাদ। আজ মেমারি পৌরসভার ৬নং ওয়ার্ডের জাতি ধর্ম নির্বিশেষে ১৮২ জন মানুষের মধ্যে চাল, ডাল, আলু প্রভৃতি খাদ্য সামগ্রী তুলে দেন।

প্রসঙ্গগত উল্লেখ্য জমিয়ত উলেমা হিন্দ একটি আরাজনৈতিক সেবামূলক সংগঠন। সংগঠনের পক্ষ থেকে কাজী শামসুদ্দীন আহমাদ জানান, বিশ্ব জুড়ে এই বিপদের সময় সংগঠনের সকরল নিষ্ঠাবান কর্মীর দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণের কাজ অব্যাহত থাকবে। এছাড়াও তিনি সম্পদশালী ও সঙ্গতিসম্পন্ন ব্যক্তিরা এই কাজে সাহায্যের হাত বাড়ালে সেবামূলক কাজ আরও গতিশীল হবে বলে আশা ব্যক্ত করেন।

Related posts

‘আন্তর্জাতিক আলোক দিবস ২০২০’

E Zero Point

দিল্লী ফেরৎ ৩ পরিযায়ী শ্রমিক সহ, মুর্শিদাবাদে চারজন করোনা আক্রান্ত

E Zero Point

অ্যাকুরেসি মাত্র ৫.৪%! কোভিড-১৯-এর ব়্যাপিড টেস্ট দুই দিন বন্ধ রাখার পরামর্শ রাজ্যগুলিকে

E Zero Point