07/06/2023 : 9:29 PM
অন্যান্য

মেমারি শ্যামা কল্যাণ সংঘের অন্নসেবা

স্টাফ রিপোর্টারঃ  নর নারায়াণ সেবা মানব জীবনের মুখ্য লক্ষ্য হওয় দরকার। পার্থিব লোভে ভারক্রান্ত মানুষ আজ সেই সুযোগ পেয়েছে নিজের মধ্যে সেই আদি মনুষ্যত্বকে জাগিয়ে তোলার। করোনার মারণ প্রকোপ থেকে বাঁচতে লকডাউন চলছে রাজ্যে রাজ্যে। নিম্নবিত্ত কিংবা অসহায় মানুষের রোজগারের পথ বন্ধ। এমতাবস্থায় কিছু মানুষ এগিয়ে আসে মানবিকতার খাতিরে।

মেমারি চেকপোষ্টের শ্যামা কল্যাণ সংঘের উদ্দ্যোগে গত ১০ এপ্রিল দরিদ্র, অসহায়, ভবঘুরে মানুষের মুখে তুলে দিল অন্ন। প্রায় ৪০০ মানুষের মধ্যে অন্ন সেবা করা হল।  ক্লাব সম্পাদক সঞ্জীব মাঝি জানান, চেকপোষ্ট পাড়াতে কিছু মানুষকে খিচুড়ি খাওয়ানোর পর তারা রেলওয়ে ষ্টেশন, বাসষ্ট্যান্ড ও মেমারির বিভিন্ন এলাকায় বাকী খাবার দেওয়া হয়। সংঘের সভাপতি রমেশ ঘোষ জানান যে, অনেক ছোট ব্যবসায়ী আছেন যারা এই অকাল সময়ে তাদের রুজিরোজগার বন্ধ তদের জন্যও আগামীতে শ্যামা কল্যাণ সংঘের পক্ষ থেকে কিছু কর্মসূচী গ্রহণ করা হবে। অশেষ রায়, অজয় বাগ, প্রকাশ গুপ্তা, অনিল রজক, প্রভাকর ঘোষ, শেখ কালো প্রমুখ সদস্যদের আক্লান্ত পরিশ্রমে এই দিনের নারায়ণ সেবা করা হয়। সংস্থার কোষাধ্যশক্ষ পঞ্চানন দুর্লভ জানান যে, উক্ত অন্নসেবার জন্য সহযোগিতা করেছেন প্রসূন দাস, সৌরভ ঘোষ, সন্তু নায়েক, জয়প্রকাশ সিং, সহ ১৩ নং ওয়ার্ডের কমিটির সকল সদস্যরা।

 

Related posts

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং হাসপাতালে ভর্তি

E Zero Point

মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ১ লাখ ৩০০ টাকার অনুদান মঙ্গলকোট ১নং শিক্ষাচক্রের

E Zero Point

ভারতের সব রাজ্যের জন্য ১১,০৯২ কোটি টাকা মঞ্জুর করল স্বরাষ্ট্র মন্ত্রক

E Zero Point

মতামত দিন