17/04/2024 : 3:13 AM
অন্যান্য

গুসকরা পৌরসভার প্রাক্তন কাউন্সিলরের ৫০ হাজার টাকা দান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে

সৌগত গুপ্ত, গুসকরাঃ নভেল করোনা ভাইরাস প্রতিরোধে গুসকরা পৌরসভার ৩ নং ওয়ার্ড ও ১০ ওয়ার্ডের বিপর্যস্ত মানুষের সার্থে ১ হাজার পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন ১০ নং ওয়ার্ডের বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর মাননীয় নিত্যানন্দ চ্যাটার্জি এবং ওনার স্ত্রী মাননীয়া স্বপ্না চ্যাটার্জি । প্রত্যেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এান সংগ্রহ করেছেন । নিত্যানন্দ চ্যাটার্জি ঘোষণা করছেন যতদিন পর্যন্ত “লকডাউন” চলবে ততদিন পর্যন্ত উনি প্রতি সপ্তাহে এই দুটি ওয়ার্ডের মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রী প্রদান করে যাবেন । কিছু দিন আগেই পূর্ব বর্ধমানের জেলা শাসক মাননীয় বিজয় ভারতী মহাশয় এর হাতে ৫০ হাজার টাকার চেক মুখ্যমন্ত্রী এান তহবিলে প্রদান করেছেন । নিত্যানন্দ বাবু বললেন গুসকরা পৌরসভার অন্যান্য ওয়ার্ডের বিভিন্ন মানুষ যোগাযোগ করছেন যাতে গুসকরা পৌরসভার বাকি ওয়ার্ডে এইভাবে সহযোগিতা করা যায় এবং উনি গুসকরার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে করজোড়ে আবেদন করছেন এইভাবে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার জন্য, তাহলে কাউকেই অভুক্ত থাকতে হবে না, সমাজে সবাই ভালো থাকবেন । পরিশেষে উনি মানুষ কে প্রনাম ও সালাম জানিয়েছেন এইভাবে সাধারণ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এবং এই করোনা ভাইরাস প্রতিরোধে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেছেন, সাধুবাদ জানিয়েছেন ডাক্তারবাবু, স্বাস্থ্য কর্মী, পুলিশ প্রশাসন, পৌরসভার সাফাই কর্মী থেকে সকলকে ।।

Related posts

যেমন দেখি তাঁকে (চতুর্থ কিস্তি)

E Zero Point

আট লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা, করোনায় কাঁপছে জাপান

E Zero Point

প্রধানমন্ত্রী মোদীর ভিডিও কনফারেন্সে রাজনীতি বন্ধের আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

E Zero Point

মতামত দিন