01/10/2023 : 12:43 AM
অন্যান্য

করোনা সংকটের মধ্যেই বর্ষা নিয়ে সুখবর দিল আইএমডি : কৃষিই এবার অর্থনীতির মূল ভিত্তি

সংবাদ সংস্থাঃ করোনাভাইরাস সংকটের মধ্যে কৃষকদের জন্য সুসংবাদ বয়ে আনল আবহাওয়া দফতর। আইএমডি-র পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, চলতি বছরে স্বাভাবিক বর্ষা হবে। এই স্বাভাবিক বর্ষার পূর্বাভাসে কৃষকমহলে খুশির হাওয়া বইতে শুরু করেছে। এবার করোনার হানায় যে ক্ষতির মুখে পড়েছে দেশ, সেখানে কৃষির পক্ষে এই পূর্বাভাস সুখদায়ক বলে মনে করা হচ্ছে।

২০২০ সালের বর্ষা অর্থাৎ মৌসুমী বৃষ্টিপাত হবে দীর্ঘমেয়াদী গড়ের ১০০ শতাংশ, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আর্থ বিজ্ঞান মন্ত্রকের সচিব মাধবন রাজীবন জানিয়েছেন, একেবারে স্বাভাবিক বর্ষা হবে এ বছর। বড়জোর ৫ শতাংশ কম বা বেশি হতে পারে বৃষ্টির পরিমাণ। তিনি বলেন, এই বছর আমরা সাধারণ বর্ষা দেখতে পাবো। পরিমাণগতভাবে ২০২০-র বর্যার মরশুমে মৌসুমী বৃষ্টিপাত হবে ১০০ শতাংশ। ফলে বৃষ্টি নিয়ে হা-হুতাশ করতে হবে না। সঠিক সময়েই বৃষ্টি হবে এবং প্রয়োজনমতে একেবারেই স্বাভাবিক পরিমাণ বৃষ্টি হবে এবার।

এবার করোনার জেরে প্রবল ক্ষতির মুখে ভারতীয় রাজনীতি। পরিস্থিতি যা কৃষির উপরই এবার নির্ভর করতে হবে ভারতকে। ধান, গম, আখ এবং তেলবীজের মূল উৎপাদন হয় দেশে। কৃষিক্ষেত্র প্রায় ১৫ শতাংশ অর্থনীতির সহায়ক হয়। দেশের অর্ধেকেরও বেশি মানুষের কর্মসংস্থান এই কৃষিক্ষেত্রেই।

উল্লেখ্য, ভারতে বর্ষা শুরু হয় জুনে। ভারতে বার্ষিক বৃষ্টিপাতের বেশিরভাগ পরিমাণটাই হয় বর্ষার মরশুমে। জুনের মধ্যে কেরালায় মৌসুমী বায়ু প্রবেশ করে। তারপর কেরালাকে ভাসিয়ে পুরো দেশে ছড়াতে শুরু করে মৌসুমী বায়ু। শুরু হয় বর্ষা। আবার সেপ্টেম্বরে দেশ থেকে বিদায় নেয় মৌসুমী বায়ু।

এবার করোনার জেরে প্রবল ক্ষতির মুখে ভারতীয় রাজনীতি। পরিস্থিতি যা কৃষির উপরই এবার নির্ভর করতে হবে ভারতকে। ধান, গম, আখ এবং তেলবীজের মূল উৎপাদন হয় দেশে। কৃষিক্ষেত্র প্রায় ১৫ শতাংশ অর্থনীতির সহায়ক হয়। দেশের অর্ধেকেরও বেশি মানুষের কর্মসংস্থান এই কৃষিক্ষেত্রেই।

Related posts

বর্ধমান উত্তর বিধানসভায় বড়শুল কিশোর সংঘ একটি উজ্জ্বল নক্ষত্রঃ বিধায়ক নিশীথ কুমার মালিক 

E Zero Point

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-৬

E Zero Point

রমজানের শেষ দশকে যেসব আমল করতে হবে

E Zero Point

মতামত দিন