12/02/2025 : 10:17 PM
অন্যান্য

মেমারি থানা থেকে চকদিঘী মোড়ে গাড়ি তল্লাশি

নূর আহমেদ, মেমারিঃ গত ২৩ এপ্রিল মেমারি চকদিঘী মোড়ে লকডাউন চলাকালীন যেসব যানবাহন প্রয়োজন ছাড়া রাস্তায় চলছে সেগুলো চেকিং করার লক্ষ্যে তল্লাশি করা হয় মেমারি থানার পক্ষ থেকে। যানবাহন চলার ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় কিংবা সরকার থেকে যেসব ছাড় দেওয়া হয়েছে সেগুলোও চেকিং করার পর ছেড়ে দেওয়া হয়। অযথা যারা বিনা প্রয়োজনে গাড়ি, মোটরসাইকেল, স্কুটি, সাইকেল, নিয়ে রাস্তায় ঘুরছেন তাদেরকে সর্তক করে বোঝানো হয়। সমস্ত অভিযানটি মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জীর নির্দেশে এস.আই জয়দেব দে ও শান্তনু রায় চৌধুরী তল্লাশি  করেন।

Related posts

অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম : তৃতীয় পর্ব (দুপুর-২ টা)

E Zero Point

পূর্ব বর্ধমানে করোনা সংক্রমণ একদিনে ১০০ পাড়, মেমারিতে ১৫

E Zero Point

আমাদপুরের বিজরায় খাদ্য সামগ্রী প্রদান

E Zero Point

মতামত দিন